আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় হ্যান্ডবলের তেমন সাফল্য নেই। তবে ঘরোয়া পর্যায়ে খেলাটির প্রচলন রয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর স্কুল পর্যায়ে। তাই হ্যান্ডবল ফেডারেশন মিনি স্কুল টুর্নামেন্ট আয়োজন করে।
 
২০১৯ সালের পর অনূর্ধ্ব-১০ বছর বাচ্চাদের নিয়ে আবারও শুরু হচ্ছে মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট। আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘করোনার জন্য বিরতি ছিল। এরপর ওই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওরিয়েন্ট ব্রেডের স্বত্ত্বাধিকারীর প্রয়াণও বিলম্বের একটি কারণ।’

ঢাকার ২৮টি স্কুলের খুদে ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। এর মধ্যে বালক বিভাগে ১৬টি এবং বালিকা বিভাগে ১২টি স্কুল অংশ নিচ্ছে। বয়স দশের নিচের হওয়ায় খেলা হবে অর্ধেক হ্যান্ডবল কোর্টে।

মিনি হ্যান্ডবল শুরু হওয়ার একদিন পরই শুরু হবে স্কুল রাগবি। ঢাকার অভিজাত এলাকার ১১টি স্কুলের অংশগ্রহণে হবে বেক্সি-ফেব্রিক্স অনূর্ধ্ব-১৭ বালিকা রাগবি প্রতিযোগিতা। পল্টনের আউটার স্টেডিয়ামে সেভেন এ সাইড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। 

এজেড/এএইচএস