দেশের অন্যতম সেরা আরচ্যার রোমান সানা কিছুদিন আগে জাতীয় দল থেকে অব্যাহতি চেয়েছেন। তার চাওয়া মতো ফেডারেশনও সেই অব্যাহতি গ্রহণও করেছে। অব্যাহতি গ্রহণের একদিন পর গতকাল (রোববার) ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেছেন রোমান।

আজ (সোমবার) রোমান সানা ফেডারেশনের সঙ্গে সাক্ষাৎকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমি স্যারের (সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল) সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করেছি। বেশ সুন্দর আলোচনাই হয়েছে। জাতীয় দলে সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলে আমার খেলার ইচ্ছে প্রকাশ করেছি। স্যারও বেশ শুভকামনা জানিয়েছে আমাকে।’

সাধারণ সম্পাদক সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি। রোমান যেমন জাতীয় দলে ফেরার জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন, তেমনি ফেডারেশনের সাধারণ সম্পাদকও জাতীয় দলে ফিরতে হলে শর্ত জুড়ে দিয়েছেন রোমানকে। সাম্প্রতিক মন্তব্যের জন্য ভুল স্বীকার বা ক্ষমা চেয়ে ফেডারেশনে চিঠি দিতে বলেছেন এই ফেডারেশন কর্মকর্তা। ফেডারেশনের এই শর্ত মানতে নারাজ রোমান, ‘আমি ফেডারেশন থেকে যা পাই সেটাই গণমাধ্যমে বলেছি। একজন আরচ্যার ও ক্রীড়াবিদদের সঠিক চিত্রই তুলে ধরেছি এবং সামগ্রিক উন্নয়ন চেয়েছি। যেখানে ভুল কিছু বলিনি বা করিনি, সেখানে কেন ক্ষমা চেয়ে চিঠি দেব!’

আরচ্যারিতে জাতীয় দলে খেলতে হলে স্কোরের ভিত্তিতে জায়গা করে নিতে হয়। রোমান সেই ট্রায়াল দিতে প্রস্তুত রয়েছেন, ‘আমি জাতীয় দলে খেলতে চাইলে অবশ্যই ট্রায়ালে অংশ নিয়ে আসব। ট্রায়ালে ভালো করলে আসব, না হলে নয়। জাতীয় দল কোনো অটোচয়েজ নেই। এখানে সবাই যোগ্যতা দিয়েই খেলে। কোন শর্ত বা চিঠি দিয়ে জাতীয় দলে আসতে চাই না।’

গত কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে রোমান সানার সঙ্গে ফেডারেশন সম্পাদকের দূরত্ব। তবে রোমান এই বিষয়টি অস্বীকার করে বলেন, ‘স্যারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব বা দূরত্ব নেই। আরচ্যারির কারো সঙ্গেই আমার কোনো সমস্যা নেই। সারা মাস অনুশীলন করে মাত্র তিন হাজার টাকা পাই। যেটা আগে ছিল দেড় হাজার। এরকম বিষয় পরিবর্তন ও উন্নয়ন চেয়েছি শুধু।’

রোমান সিস্টেমের পরিবর্তন ও উন্নয়ন গণমাধ্যমে চাইলেও ফেডারেশনকে লিখিত দেননি। লিখিত চিঠিতে তিনি সাম্প্রতিক নিম্নমুখী পারফরম্যান্স, শারীরিক ইনজুরি ও মানসিক চাপ উল্লেখ করে অব্যাহতি চেয়েছিলেন। গতকালই ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে সরাসরি সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা জানিয়েছেন রোমান। ফেডারেশন রোমানকে একটি শর্ত ও নির্দেশনা দিয়েছে। দুই পক্ষের মধ্যে এই দূরত্ব সামনে আরও বাড়বে না কমবে সেটাই দেখার অপেক্ষায় ক্রীড়াঙ্গন।

এজেড/এএইচএস