মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট। আগামীকাল উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। প্রথম দিনে পরের ম্যাচে বিকাল ৫টায় নেপাল ও কেনিয়া, সন্ধ্যায় ইরাক ও জাপান এবং দিনের শেষ ম্যাচে লড়বে থাইল্যান্ড ও উগান্ডা।

গত দুই বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ কোরিয়া। শুরুতেই কোরিয়াকে পেয়ে বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সী বলেন, ‘আমরা এবারও ভালো খেলতে চাই। ভালো খেলে ট্রফি ধরে রাখার জন্য কোর্টে নামবো।’ গত তিন বারের অধিনায়ক তুহিন এবার দলে নেই। 

টুর্নামেন্ট উপলক্ষ্যে ইতোমধ্যে বিদেশি সকল দলই এসেছে। আজ টুর্নামেন্টের ড্র ও ফিকশ্চার হয়েছে। গ্রুপ-এ তে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ-বি তে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। 

এজেড/জেএ