গেমস শুধু পদকের লড়াই নয়। অংশগ্রহণকারী দেশগুলোর সৌহাদ্য-সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধনও। গেমস শুরুর আগে তাই গেমস ভিলেজে বাজে ওয়েলকাম সং। অলিম্পিক, এশিয়ান , কমনওয়েলথ গেমসে অলিখিত এক রীতি। তবে এবার প্যারিস অলিম্পিক গেমসের ভিলেজে বাজছে না ওয়েলকাম সং। প্যারিস অলিম্পিক গেমসে বাংলাদেশ কন্টিনজেন্ট সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ওয়েলকাম সং না বাজলেও ভিলেজে উঠেছে অংশগ্রহণকারী দেশ সমূহের পতাকা। ২৬ জুলাই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আজ থেকে শুরু হয়েছে ফুটবল ডিসিপ্লিন। গেমস ভিলেজ উদ্বোধন হয়েছে ১৯ জুলাই থেকে। বাংলাদেশ শেফ দ্য মিশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ভিলেজ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এক দিন আগেই।

প্যারিস অলিম্পিকে মূল ভিলেজ সেন্ট ডেনিস। এই প্রাঙ্গনে রয়েছেন বাংলাদেশের আরচ্যার, সাঁতারু ও তাদের কোচ-কর্মকর্তারা। সেন্ট ডেনিসের বিল্ডিং নাম্বার ই-বাইশে থাকছে বাংলাদেশ দল। পাঁচ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় থাকছেন তারা।

গতকালই ইংল্যান্ড থেকে প্যারিস আসার কথা বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। শুটার রবিউল ইসলাম ও তার ইরানী কোচ মোহাম্মেদ রেজা রয়েছেন সাঁতারু ভিলেজে। সেন্ট ডেনিস থেকে কয়েক কিলোমিটার দূরে। প্যারিস অলিম্পিকে মূল ভিলেজের পাশাপাশি পাঁচটি সাব ভিলেজও রয়েছে।

এজেড/জেএ