দুই গ্র্যান্ড মাস্টারের জয়
ফিদে বিশ্বকাপ দাবায় কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল হাইব্রিড দাবার ষষ্ঠ রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৬ খেলায় ৪ পয়েন্ট অর্জন করে জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। পাঁচ খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে তিন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৩ পয়েন্ট করে ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস আড়াই পয়েন্ট অর্জন করেছেন।
আজ বুধবার ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ মঙ্গোলিয়ার গ্র্যান্ড মাস্টার নাসানজারগাল উরনাসাকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার উরনাসার বিরুদ্ধে ইংলিশ ওপেন পদ্ধতিতে খেলে ৪৮ চালের মাথায় জয়ী হন। গ্র্যান্ড মাস্টার রাজীব ফিদে মাস্টার সুব্রতকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার রাজীব সাদা ঘুঁটি নিয়ে সুব্রত’র ক্যারো-কান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৯ চালের মাথায় জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ এ রাউন্ডে কাজাকস্তানের আন্তর্জাতিক মাস্টার ইউরাযায়েভ আরিসতানবেকের কাছে হেরে গেছেন। আন্তর্জাতিক মাস্টার শাকিল এ রাউন্ডে ফিলিপাইনের জেরেমি মার্টেসিওকে পরাজিত করেন।আগামীকাল (বৃহস্পতিবার) সপ্তম রাউন্ডের খেলা।
এজেড/
বিজ্ঞাপন