বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য বিভিন্ন দেশে টুর্নামেন্ট খেলছেন। ভিয়েতনামের কুয়াংয়ের হা লং সিটিতে অনুষ্ঠিত ২য় কুয়াং নিন গ্র্যান্ড মাস্টার-২ দাবায় ফাহাদ রহমান রানার-আপ হয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১০ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। থাইল্যান্ডের আন্তর্জাতিক মাস্টার লাওহাউইরাপাপ প্রিন সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

৫ টি দেশের ৩ জন গ্র্যান্ড মাস্টার ও ৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৬ জন দাবাড়ু ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং হতে হয়। গত বছর ফাহাদ রহমান ভিয়েতনামেই প্রথম জিএম নর্ম পান। এবার রানারআপ হলেও জিএম নর্ম আদায় করতে পারেননি। জিএম নর্ম পেতে হলে পারফরম্যান্স রেটিং ২৬০০ পয়েন্ট হতে হয়। সেখানে ফাহাদের পয়েন্ট ছিল ২৪৬৩।

এজেড/এইচজেএস