প্যারিসে আরচ্যারি বিশ্বকাপের আগে চলছে অলিম্পিকের কোটা বাছাই। গতকাল কোটা বাছাইয়ে ব্যর্থ হযেছেন বাংলাদেশের পুরুষ আরচ্যাররা। আজ (রোববার) নারী রিকার্ভ দলগত ইভেন্টে ব্যর্থ হয়েছেন দিয়া সিদ্দিকীরা। ফলে একমাত্র রোমান সানাই নিজ যোগ্যতায় টোকিও অলিম্পিকসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। টোকিও অলিম্পিকে রোমান সানার সঙ্গী কেউ থাকবে কি না এজন্য ওয়াইল্ড কার্ডের ওপর নির্ভর করছে।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডে ১/১২ খেলায় বাংলাদেশ (মেহেনাজ আক্তার মনিরা, দিয়া সিদ্দিকী ও বিউটি রায়) ১-৫ সেট পয়েন্টের ব্যবধানে স্লোভেনিয়ার নিকট পরাজিত হয়। কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের মেহেনাজ আক্তার মনিরা ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬১৮ স্কোর করে ২৯তম, দিয়া সিদ্দিকী ৬০৭ স্কোর করে ৩৫তম এবং বিউটি রায় ৫৯৮ স্কোর করে ৪৫তম স্থান অর্জন করেন। কোয়ালিফিকেশন রাউন্ডে মহিলা দলগত ইভেন্টে ২৮টি দলের মধ্যে বাংলাদেশ ১৮২৩ স্কোর করে ২২তম স্থান অর্জন করে। 

বাংলাদেশ অলিম্পিকে কোটা প্লেস নিশ্চিত করতে পারেনি প্যারিস থেকে। পরশু থেকে বিশ্বকাপ আরচ্যারিতে লড়বে। গত মাসে সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আরচ্যারিতে বাংলাদেশ রিকার্ভ মিশ্র ইভেন্টে রানার আপ হয়েছিল। লুজানের মতো প্যারিসে কোনো চমক থাকবে কি না এর জন্য অপেক্ষা করতেই হচ্ছে। 

এজেড/এমএইচ