সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। টেবিল টেনিস মিশ্র বিভাগে সেমিফাইনালে উঠায় তাদের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। টেবিল টেনিসে সেমিফাইনালে পরাজিত দলও ব্রোঞ্জ পদক পায়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও টেবিল টেনিস ফেডারেশন পদকের বিষয়টি নিশ্চিত করেছে। 

টেবিল টেনিস মিশ্র বিভাগে বাংলাদেশ বিভাগে খেলেছেন খৈ খৈ মারমা ও জাভেদ আহমেদ। তারা কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফকে ৩-০ সেটে পরাজিত করে। প্রথম গেমে ১৪-১২, দ্বিতীয় গেমে ১১-৫ ও তৃতীয় গেমে ১১-৮ জয় পায়। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। বাংলাদেশ রাউন্ড অফ সিক্সটিনে গায়ানাকে ৩-২ সেটে পরাজিত করেছিল। 

আজ পুরুষ ও নারী দ্বৈতেরও খেলা ছিল। হৃদয়-রামহিম ৩-২ সেটে আলজেরিয়া ও সোমা-খৈ খৈ জুটি ৩-২ সেটে তুরস্কের কাছে হেরেছে। দুই দ্বৈত দলই প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয়। গত ইসলামিক গেমসে বাংলাদেশ টিটি দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। এবার কোয়ার্টারের গন্ডি পেরিয়ে পদক পাচ্ছে বাংলাদেশ। 

ইসলামিক গেমসে আরচ্যারি ও শুটিং নেই এবার। তাই বাংলাদেশের পদকের আশা সেভাবে ছিল না। ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা ব্রোঞ্জ জেতেন। এবার গেমসে ভারোত্তোলনে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক মিলিয়ে তিনটি ব্রোঞ্জ পেয়েছেন ইকরা। আজ টিটি দলের পর বাংলাদেশে গেমসে পদকের সংখ্যা চারটি ব্রোঞ্জ। 

এজেড/এফএইচএম