প্রিমিয়ার বিভাগ দাবায় এবার শুধু বাংলাদেশের একজন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদই খেলছেন। রিফাত বিন সাত্তার গতবারের মতো এবারও লিগ খেলতে পারছেন না। গত লিগে ইংল্যান্ড থেকে এসে এনামুল হোসেন রাজীব লিগ খেললেও এবার আসেননি। আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব দাবা থেকে দূরে কয়েক বছর।

এবারের লিগে সবচেয়ে ভালো দল গতবারের চ্যাম্পিয়ন তিতাস ক্লাব। বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে মিশরের গ্র্যান্ডমাস্টারও রয়েছেন। দেশের অন্যতম দুই সেরা দাবাড়ু আন্তর্জাতিক ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াও রয়েছেন।

চতুর্থ রাউন্ডের শেষে বাংলাদেশ নৌবাহিনী পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। তিন খেলায় তিতাস ক্লাব ও ৪ খেলায় ও বাংলাদেশ পুলিশ ৬ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। তিন খেলায় সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ও ৪ খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চার পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের ফিদে মাস্টার নাইম হককে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল, ভারতীয় বিভর আদাক ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন।

তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্ট স্পোর্টস বাংলাকে পরাজিত করে। তিতাস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মিশরীয় গ্র্যান্ড মাস্টার ফাওজি আদম, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে স্পোর্টস বাংলার মুকিতুল ইসলাম রিপন, আফজাল হোসেন সাচ্চু, আসিফ মাহমুদ ও গোলাম মোস্তফা ভূঁইয়াকে পরাজিত করেন।

লিওনাইন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ভারীয় আন্তজর্হাতিক মাস্টার হিমাল গোসাইন ও ভারতীয় অপর আন্তর্জাতিক মাস্টার সুরেশ হার্স যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ হাসান ঈমাম, আয়াস আব্দুল্লা খাজির বিন ও মোঃ মোহাইমেনুল ইসলামকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তুষিন তালুকদার লিওনাইন চেস ক্লাবের অমিত বিক্রম রায়ের সাথে ড্র করেন।

এজেড/এইচজেএস