আগের দিন পাঁচ ক্যাচ ছেড়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছিল ইংল্যান্ড। ৪৪ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের ফিফটির পর প্রথম ইনিংসে তারা যখন অলআউট হলো, তখন লিড বেড়ে ১৭৭ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ইংল্যান্ড। মাত্র চার উইকেট হাতে রেখে এখনো তারা ৪৩ রানে পিছিয়ে। অবিশ্বাস্য কিছু হলে ভিন্ন কথা, আপাতত ব্রিসবেনের গ্যাবা টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে অস্ট্রেলিয়া ৫১১ রানে অলআউট হয়। তারপর সফরকারীরা ৬ উইকেটে ১৩৪ রানে দিন শেষ করেছে। ১ উইকেট হারিয়ে ৯০ রান করা ইংলিশরা এদিন আর ৩৮ রানে পাঁচ ব্যাটারকে হারায়। ১২৮ রানে ৬ উইকেট পড়ার পর বেন স্টোকস ও উইল জ্যাকসের অপরাজিত জুটিতে দিন শেষ হয় তাদের। দুজনেই সমান ৪ রানে অপরাজিত। 

৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান করে শেষ সেশন শুরু করে ইংল্যান্ড। আর তারপরই হতাশাজনক ব্যাটিং। প্রথম দুই জুটিতে বেন ডাকেট ও অলি পোপকে নিয়ে ৪৮ ও ৪২ রান যোগ করেন জ্যাক ক্রলি। এদিন তার ব্যাটেই এসেছে সর্বোচ্চ ৪৪ রান। স্টার্ক, নেসার ও স্কট বোল্যান্ড দুটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেন।

এর আগে অজিদের প্রথম ইনিংসে ক্যারি ৪৬ ও নেসার ১৫ রানে অপরাজিত থেকে সকাল শুরু করেন। দুজনের ৫৪ রানের জুটি ভাঙার পর নবম উইকেটে স্টার্ক ও বোল্যান্ড ১৬৫ বলে ৭৫ রান যোগ করে চমক দেখান। স্টার্ক ১৪১ বলে ১৩ চারে ৭৭ রানের চমৎকার ইনিংস খেলেন। তার আগে ক্যারি ৬৯ বলে ৬ চারে ৬৩ রান করেন। বোল্যান্ড ৭২ বলে ২১ রানে অপরাজিত থেকে কার্যকরী অবদান রাখেন।

ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স চার ও স্টোকস তিন উইকেট নেন।

এফএইচএম/