করপোরেট ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো আয়োজিত ফিউচারিস্টিক বিডি প্রেজেন্ট “করপোরেট ফুটসাল কার্নিভাল ২০২৫”–এর বর্ণিল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে নগরের একটি তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি ঘিরে করপোরেট মহলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্পনসর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জমকালো আয়োজনের সূচনা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামভিত্তিক ৩৬০ ডিগ্রি বিজনেস কনসালটিং প্রতিষ্ঠান ফিউচারিস্টিক বিডি। করপোরেট ফুটসাল টুর্নামেন্ট হিসেবে এটিই প্রথম আয়োজন। আয়োজকদের মতে, করপোরেট খেলাধুলাকে সংগঠিত ও পেশাদার রূপ দিতে এবং করপোরেট নেটওয়ার্ক শক্তিশালী করতে এই টুর্নামেন্ট নতুন অধ্যায় তৈরি করবে। এ বছরের পাওয়ার পার্টনার মিলো, স্ন্যাকস পার্টনার মেরিডিয়ান ফুডস, হেলথ পার্টনার এপিক হেলথকেয়ার এবং স্পনসর সিকো এরিনা। সঞ্চালনায় ছিলেন রাহনুমা রহমান নিকিতা ও শাহরিয়ার আদিব।

ফিউচারিস্টিক বিডির এক্সিকিউটিভ ডিরেক্টর ও ইভেন্ট অ্যাডভাইজর সজল চন্দ্র বণিক বলেন, করপোরেট কর্মপরিবেশে দলগত মনোভাব, মানসিক শক্তি বৃদ্ধি ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে করপোরেট কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে—এটাই আয়োজকদের প্রত্যাশা।

পরবর্তী বক্তব্যে ইভেন্ট কনভেনর ও প্রথম আলোর রিজিওনাল অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার সেলিম রেজা বলেন, নানা চাপের কর্মজীবনে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মনোবল, টিমওয়ার্ক এবং সম্পর্ক তৈরি করে। করপোরেট ফুটসাল কার্নিভাল সেই ইতিবাচক অভ্যাস গঠনে নতুন দিগন্ত খুলে দেবে বলে তিনি মনে করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় ফিউচারিস্টিক বিডির পরিচিতিমূলক ভিডিও এবং টুর্নামেন্টের অফিসিয়াল প্রোমো। এরপর ওটু স্ট্রিট ড্যান্স ক্রু–এর প্রাণবন্ত নৃত্য পরিবেশনা অতিথিদের মনোযোগ কাড়ে।

জানা যায়, অংশগ্রহণকারী ২৪ প্রতিষ্ঠান প্রথমবারের আয়োজনেই অংশ নিচ্ছে ২৪টি করপোরেট প্রতিষ্ঠান। তাদের মধ্যে রয়েছে এবি ব্যাংক, মের্চেন্টাইল ব্যাংক, ডেকাথলন, ডাচ–বাংলা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, কেএসআরএম, ইএসআরএম, বাংলালিংক, সিপিডিএল, এপিক হেলথকেয়ার, এপিক প্রপার্টিজ, কনফিডেন্স সিমেন্ট পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট, আবুল খায়ের গ্রুপ, প্যাসিফিক জিন্স, আমেরিকান এফ্রিড, কনকর্ডসহ আরও বেশ কয়েকটি সুপরিচিত প্রতিষ্ঠান। উদ্বোধনী মঞ্চে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে অফিসিয়াল জার্সি হস্তান্তর করা হয় এবং ফটোসেশনের মাধ্যমে টিম রিভিল পর্ব সম্পন্ন হয়।

টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর শীল, এক্সিকিউটিভ ডিরেক্টর সজল চন্দ্র বণিক, এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রিমন্তিকা ধর এবং কনভেনর সেলিম রেজা। 

সমাপনী বক্তব্যে ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর শীল বলেন, “করপোরেট জীবন শুধু অফিসকেন্দ্রিক নয়, মানুষের সুস্থতা ও ইতিবাচক কর্মসংস্কৃতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।” 

করপোরেট ফুটসাল কার্নিভাল আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এবং আরও নতুন প্রতিষ্ঠানকে যুক্ত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আরএমএন