ব্রিটিশ বক্সারের গাড়িচাপায় নাইজেরিয়ায় নিহত ২
ব্রিটিশ বক্সার অ্যান্থনি জশুয়া।
নাইরেজিয়ার ওগুন রাজ্যে সড়ক দুর্ঘটনায় জড়িত হয়েছেন ইংল্যান্ডের সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার অ্যান্থনি জশুয়া। এতে মারা গিয়েছেন দুজন। তবে মারাত্মক কোনো জখমের শিকার হননি ব্রিটিশ বক্সার।
অ্যান্থনি জশুয়ার দুর্ঘটনার বিষয়টি নাইরেজিয়ার ওগুন রাজ্যের পুলিশ নিশ্চিত করেছে। তারা ঘটনার কারণ অনুসন্ধান করছে।
বিজ্ঞাপন
জশুয়ার প্রমোটার এডি হার্ন জানিয়েছেন, তিনি পরিবারসহ ছুটিতে ছিলেন এবং দুর্ঘটনার খবর পেয়ে বিচলিত হয়েছেন।
তিনি বলেন, ‘‘আমরা অ্যান্থনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বর্তমানে আমরা কেবল জানি যে, তিনি স্বাভাবিক আছেন। ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই জানানো হবে।’’
বিজ্ঞাপন
সম্প্রতি জশুয়া মিয়ামিতে ইউটিউবার থেকে বক্সিং তারকা বনে যাওয়া জ্যাক পলের বিরুদ্ধে ষষ্ঠ রাউন্ডে নকআউট জয় লাভ করেছেন।
পুলিশ এখনও হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি জায়ায়নি।
এমএমএম