ভিসার অপেক্ষায় বাকী
শুটার আব্দুল্লাহ হেল বাকীর ভিসা পাওয়ার কথা ছিল সোমবার (৫ জুলাই)। কিন্তু দেশের চলমান লকডাউনে আরও দুদিন দেরি হবে ভিসা পেতে।
বাকী জানান, ‘অনেক আগেই আমি ভিসার জন্য আবেদন করেছি। কারণ অলিম্পিকের আগে ভালো প্রস্তুতি নিতে চাই। কিন্তু এখনো ভিসা পাইনি। আর দুদিন দেখব, আশাকরি দুদিনের মধ্যেই ভিসা পেয়ে যাব। যদি না পাই, তাহলে জার্মানি যাওয়ার আশাই ছেড়ে দিতে হবে।’
বিজ্ঞাপন
টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে খেলার টিকিট (ওয়াইল্ড কার্ড) পেয়েছেন শুটার বাকী। টোকিও অলিম্পিকের জন্য ভালো প্রস্তুতি নিতে চাইছেন দেশসেরা এই রাইফেল শুটার। সে জন্য জার্মানিতে প্রস্তুতি নিতে চান। কিন্তু এখনো ভিসা না পাওয়ায় যেতে পারছেন না তিনি।
এজেড/এমএইচ/ওএফ
বিজ্ঞাপন