‘বড় খেলোয়াড়’ শামীমকে নিয়ে উচ্ছ্বসিত রুবেল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন শামীম পাটোয়ারি। পেসার শরিফুল ইসলাম সুযোগ পেয়েছিলেন আগেই, এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন তিনি। নতুন এই মুখকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
শামীমের জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার ‘বিগ হিট’ সক্ষমতা। সব মহলেই এ নিয়ে প্রশংসা শুনেছেন তিনি। তাকে নিয়ে প্রশংসার বাণী শোনালের রুবেলও। বললেন, শামীম খুবই প্রতিভাবান।
বিজ্ঞাপন
সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘শামীম পাটোয়ারি খুবই ভালো খেলোয়াড় । বড় খেলোয়াড়। বড় ছয় মারতে পারে। আমরা সবাই জানি। আমি নিজেও খেলেছি। ও প্রতিভাবান খেলোয়াড়। আশাবাদি ও খুবই ভালো খেলবে। সিনিয়র হিসেবে আমি যেহেতু বোলার–কোনো বিষয় নিয়ে যদি সে জিজ্ঞেস করে আমার অভিজ্ঞতা তার সঙ্গে ভাগাভাগি করব।’
জিম্বাবুয়েতে আগের সফরে কোনো ফরম্যাটের শিরোপাই জিততে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে ড্রয়ের সঙ্গে ওয়ানডেতে হেরেছিল টাইগাররা। কোনো ফরম্যাট থেকেই আনতে পারেনি শিরোপা। এবার অবশ্য ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদি রুবেল।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘গতবার আমরা যখন জিম্বাবুয়ে গিয়েছি আমরা ট্রফিটা আনতে পারিনি। যদিও ইনশাআল্লাহ এবার আমাদের দলটা ভালো। ভারসম্যপূর্ণ দল। ভালো ভালো ক্রিকেটার আমাদের দলে আছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি–তাহলে ট্রফিটা এবার ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আসবে।’
নিজের অবস্থা জানিয়ে অভিজ্ঞ এই পেসার বলেন, ‘আমি সুস্থ ও ফিট আছি। গত ডিপিএলে আমার একটু সমস্যা ছিল। এখন শতভাগ ফিট আছি। যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করব।’
এমএইচ