১৬ জুন টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার জন্য বিমানে উঠবেন আরচ্যার রোমান সানা। দেশবাসী সকলে তার ওপর অলিম্পিক পদকের আশা করছে। সেই আরচ্যার রোমান সানা নিজের অনুশীলন ও প্রস্তুতির পাশাপাশি করোনাগ্রস্ত মানুষের জন্য কাজ করছেন। সামাজিক মাধ্যমে করোনাগ্রস্ত মানুষদের সহায়তার জন্য পোস্ট দিচ্ছেন রোমান। এ থেকে অনেক সাড়াও পাচ্ছেন। 

সামাজিক এই কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজে বেশ খুশি, ‘মানুষ মানুষের জন্য। করোনায় অনেকের দুঃসহ জীবন যাচ্ছে। লকডাউনের অনেকের আয়ও স্থগিত। কুড়িগ্রাম, সাতক্ষীরার কয়েকটি সংগঠনের সাথে যুক্ত আমি। নিজে আর্থিক সাহায্য করেছি।’

অলিম্পিকের মতো আসরের আগে এমন কাজে সম্পৃক্ত থাকায় নিজের অনুশীলন ও মনোযোগে তেমন সমস্যা দেখছেন না রোমান, ‘আমি আসলে এসব কাজ নিভৃতে করতেই পছন্দ করি। এরপরও সামাজিক সংস্থাগুলোর অনুরোধে পোস্ট দিয়েছি। যেহেতু আমার একটি পরিচিতি আছে। আমার পোস্টের মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হবে। আমার পোস্টে যোগাযোগের নাম্বারগুলোও থাকে সংস্থার প্রতিনিধিদের ফলে আমার তেমন কোনো সময় ও শ্রম ব্যয় হয় না।’ 

রোমান সানার পোস্টের মাধ্যমে সাড়াও মিলছে বেশ, ‘আমার পোস্টের পর শুনেছি একটি চিকিৎসক সংস্থা আগ্রহী হয়েছে। ক্রীড়াঙ্গনের অনেকেই সাহায্যের আগ্রহ প্রকাশ করেছে।’  

রোমান সানাদের সংগঠন হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার থেকে ১০ কেজি চাল, ২ কেজি আটা ও ডাল, ৩ কেজি আলু, সয়াবিন তেল ২ লিটার, ১ কেজি লবণ, ২ কেজি পেয়াজ সরবারহ করছে।

এজেড/এমএইচ