জাপানের টোকিওতে ২৩ জুলাই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস। উদ্বোধনী দিনেই নিশানাভেদে নামবেন দেশসেরা আরচার রোমান সানা। টোকিওর ইউমেনাস হিমাপার্ক আরচারি মাঠে রোমানের সঙ্গে নামবেন দিয়া সিদ্দিকীও।

রিকার্ভ পুরুষ ও রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টে খেলার পর রোমান ও দিয়া জুটি গড়ে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে অংশ নেবেন। 
ওইদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে র্যাংকিং রাউন্ডে অংশ নেবেন রোমান সানা। ৬৪ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

একই দিনে রিকার্ভ নারী একক ইভেন্টে খেলবেন দিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম। ইতোমধ্যে টোকিওতে পৌঁছেছেন বাংলাদেশের চার ক্রীড়াবিদ। দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী, শুটার আব্দুল্লাহ হেল বাকী ও সাঁতারু আরিফুল ইসলাম। 

সোমবার বাংলাদেশ সময় দুপুরে টোকিওতে অনুশীলন করেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ২০১৯ সালের জুনে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রোমান সানা ঢুকে যান ইতিহাসের পাতায়। গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার টিকিট কাটেন এ তীরন্দাজ।

এজেড