দেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো স্বর্ণপদক হাতে আঙ্কুতা বদনার ও সিমোনা রাদিস

রোমানিয়ানরা শেষবার যখন অলিম্পিক সোনা জিতেছে, আঙ্কুতা বদনার ও সিমোনা রাদিসের তখন জন্মই হয়নি। সেই দুই তরুণীর হাত ধরেই এবার ৩৭ বছরের সোনার অপেক্ষা শেষ হলো রোমানিয়ার। নারী স্কালস রোয়িংয়ের দ্বৈত ইভেন্টে শুধু সোনাই জেতেননি দুজনে। উঠে গেছেন অলিম্পিক রেকর্ডের পাতায়। প্রতিযোগিতা শেষ করতে তাদের ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ডই যে এই ইভেন্টে অলিম্পিকের সেরা।

টোকিওর সি ফরেস্ট ওয়াটারওয়েতে অনুষ্ঠিত এই ইভেন্টের ফাইনালে শুরু থেকেই আধিপত্য ছিল বদনার ও রাদিসের। দুজনে মিলে  ৫০০ মিটারের মাইলফলক পেরোন ১ মিনিট ৩৯ সেকেন্ডে। এরপরের ৫০০ মিটার পেরোন ৩ মিনিট ১৯ সেকেন্ড সময়ে। ১৫০০ মিটার ছুঁয়ে ফেলেন মাত্র ৫ মিনিটে। আর ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ডে ২০০০ মিটারের এই লড়াই শেষ করে উঠে যান অলিম্পিক ইতিহাসের পাতায়। স্কালস রোয়িংয়ের নারী দ্বৈত ইভেন্টে যে এর চেয়ে কম সময়ে প্রতিযোগিতা শেষ করার কীর্তি নেই আর একটিও।

পুরো লড়াইয়ে একটি বারের জন্যও বদনার ও রাদিসকে পেছনে ফেলতে পারেননি প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের ব্রুক ডনোগু ও হ্যানা অসবোর্ন। ফলে ফাইনালে হেরে রূপা গেছে তাদের ঝুলিতে। প্রতিযোগিতা শেষ করেছেন ৬ মিনিট ৪৪.৮২ সেকেন্ডে। ইভেন্টের ব্রোঞ্জপদক গিয়েছে ডাচ দলের রুস ডি ইয়ং ও লিসা শিনার্ডের দখলে।

এনইউ /এটি