তৃতীয় দিনে অলিম্পিক পদক জয়ের তালিকায় শীর্ষে ছিল স্বাগতিক জাপান। তারা সেটা ধরে রেখেছে টোকিও অলিম্পিকের চতুর্থ দিনেও। ১০ সোনা নিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে স্বাগতিকরা। আগের দিনের মতো এদিনও তালিকার দুইয়ে আছে যুক্তরাষ্ট্র, তিনে চীন। 

মঙ্গলবার সোনা জয়ের তালিকায় যুক্ত হয়েছে নতুন সাতটি দেশ। এনিয়ে সর্বমোট ৩০টি দেশ সোনার পদক জিতল। এখন পর্যন্ত পদক জিতেছে ৫১টি দেশ। নতুন করে আরও পাঁচটি দেশ পদক জিতেছে। এর মধ্যে ৩০টি দল অন্তত একটি সোনা, ১৬টি দেশ অন্তত একটি রুপা ও অন্তত দশটি দেশ জিতেছে ব্রোঞ্জ। 

অলিম্পিকের পদক তালিকা-

দেশ

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট

জাপান

১০

১৮

যুক্তরাষ্ট্র

২৫

চীন

২১

রাশিয়া

১৮

ব্রিটেন

১৩

দক্ষিণ কোরিয়া

১০

অস্ট্রেলিয়া

কানাডা

ফ্রান্স

জার্মানি

কসোভো

ইতালি

১২

চাইনিজ তাইপে

ব্রাজিল

সুইজারল্যান্ড

স্লোভেনিয়া

সার্বিয়া

হাঙ্গেরি

তিউনিসিয়া

অস্ট্রিয়া

ক্রোয়েশিয়া

এস্তোনিয়া

বারমুডা

ইকুয়েডর

হংকং, চীন

ইরান

নরওয়ে

ফিলিপাইন

থাইল্যান্ড

উজবেকিস্তান