অলিম্পিকে নামার আগেই বাধা, টোকিও যেতে পারছেন না ভারতীয় কুস্তিগীর
বিনেশ ফোগাট/ফাইল ছবি
তাকে ঘিরে পদকজয়ের স্বপ্নে বিভোর ভারত। সেই কুস্তিগীর বিনেশ ফোগাট কিনা টোকিও অলিম্পিকের বিমানেই উঠতে পারছেন না! মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে এই বাধার সম্মুখীন হয়েছেন ভারতীয় এই কুস্তিগীর।
মূলত সময়ের হিসেবে গোলমালের কারণেই এই সমস্যার মুখে পড়েছেন ফোগাট। অলিম্পিককে সামনে রেখে হাঙ্গেরির বুদাপেস্টে অনুশীলন করছিলেন বিনেশ। সেখানেই বেধেছে বিপত্তি। ভিসা অনুযায়ী ইউরোপে ৯০ দিন থাকার কথা ছিল তার। কিন্তু সময়ের হিসেবে ভুল করে তিনি সেখানে ছিলেন ৯১ দিন। এ কারণেই ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাকে। উঠতে দেওয়া হয়নি টোকিও বিমানে।
বিজ্ঞাপন
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভুলবশত ইউরোপে এক দিন বেশি থেকে গিয়েছেন ফোগাট। তবে বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে এই ব্যাপারটিতে হস্তক্ষেপ করে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। সেখান থেকেই খবর মিলেছে, আজ বুধবারই টোকিও যাওয়ার বিমান ধরবেন তিনি। এর আগে বিমানবন্দরের অদূরে একটি হোটেলে অবস্থান করেন তিনি।
অলিম্পিক কুস্তির ৫৩ কেজি বিভাগে লড়বেন তিনি। সেই ফোগাটের হাত ধরেই অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। আগামী ৫ আগস্ট থেকে সেই লড়াইয়ে নামবেন এই কুস্তিগীর।
বিজ্ঞাপন
এনইউ/এটি