এবারের অলিম্পিক করোনার কারণে ঢাকা পড়ে গিয়েছিল অনেকটা। করোনার বিধিনিষেধ, তার ওপর অলিম্পিকের শহর টোকিওতে চলছে জরুরি অবস্থা। খুব একটা আলোচনা ছিল না এমনিতে। তবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে কথা। এখানে তো ঘটবে নানা ধরনের ঘটনা। হবে রেকর্ড, মজার কাণ্ডও।

ঈসরায়েলের বেসবল খেলোয়াড় বেন ওয়াঙ্গার যেমন। হঠাৎ তার মনে হলো টিকটকে সাড়া ফেলা দরকার। কিন্তু কী করে? এবারের অলিম্পিকের শুরু থেকেই আলোচনায় অ্যাথলেটদের জন্য বানানো খাট। কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে এই খাট। শোনা যাচ্ছিলো একজনের বেশি শুয়ে থাকতে পারবেন না এটিতে।

করোনার সময়ে অ্যাথলেটরা যেন যৌন সম্পর্কে না জড়াতে পারেন তাই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদিও বরাবরই এই খাটকে যথেষ্ট মজবুত হিসেবে দাবি করে আসছিল আয়োজকরা। এই খাট ২০০ কেজি পর্যন্ত ওজন নিতে পারে বলে দাবি করে আসছিল তারা। 

ঈসরায়েলের বেন ওয়াঙ্গার সিদ্ধান্ত নিলেন এই খাট কতটা মজবুত সেই পরীক্ষা করে নেওয়ার। সেটা আবার টিকটকের জন্য ভিডিও করেন তিনি। শুরুতে তিনি বলেন, ‘অনেক কথা শুনেছি অলিম্পিকের এই খাট নিয়ে। এখন আমরা পরীক্ষা করবো এই খাট ভাঙতে কতজন ঈসরায়েলির দরকার হয়।’

এরপর শুরু হয় তাদের সেই পরীক্ষা। একজন দুই জন করে আটজন বিছানায় উঠলেও ভাঙেনি সেটি। পরে নবম অ্যাথলেট এসে উঠেন খাটের ওপর। তিনজন দেন লাফ। তাতেই খাটের চার পাশই নিচু হয়ে যায়। শেষ অবধি থামেন ঈসরায়েলি অ্যাথলেটরা। ‘কেউ কি আমার জন্য অতিরিক্ত একটি খাট দিতে পারবেন’ ক্যাপশনে ওয়াঙ্গারের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এমএইচ