মোস্তফা আনোয়ার পারভেজ (বামে) ও তার সদ্যপ্রয়াত সন্তান রাহিল/ফাইল ছবি

করোনার পাশাপাশি ডেঙ্গুতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অনেকে। ছোট বাচ্চারাও যোগ হচ্ছেন সেই তালিকায়। ২০০৩ সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য মোস্তফা আনোয়ার পারভেজ (পারভেজ বাবু) তার পাঁচ বছরের ছেলে রাহিল সারওয়ারকে হারিয়েছেন। 

হঠাৎ তীব্র জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় রাহিলকে। ডেঙ্গু আক্রান্ত রাহিল তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ইন্তেকাল করেন। 

মাত্র পাঁচ বছর বয়সী তরতাজা ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা পারভেজ বাবু। বাবুর সন্তান হারানোর সংবাদে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাবু ঘরোয়া ফুটবল ও জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে এসেছেন। বাফুফে তালিকাভুক্ত কোচ ছিলেন কয়েক বছর। এখন বাফুফের হেড অফ এলিট ইয়ুথ হিসেবে কাজ করছেন। 

এজেড/এটি