বাবা আইসিইউতে, স্বামী মিলজারসহ করোনা আক্রান্ত অ্যাথলেট রেহানা
মিলজার ও রেহানা/ফাইল ছবি
খুব কঠিন সময় যাচ্ছে অ্যাথলেট দম্পতি মিলজার হোসেন ও রেহানা পারভীনের৷ সাবেক দ্রুত মানবী রেহানার পিতা দুই দিন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষায় পজিটিভ হন। রেহানার পিতা আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
রেহানার বাবা পজিটিভ হওয়ার পর রেহানা ও মিলজার করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে তারাও পজিটিভ হয়েছেন। মিলজার ও রেহানা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অ্যাথলেট। মিলজার অ্যাথলেটিকসে অসাধারণ পারফরম্যান্সের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। রেহানা পারভীন দ্রুততম মানবীর খেতাব পেয়েছেন।
বিজ্ঞাপন
এই দুই তারকা অ্যাথলেটের কঠিন সময় পাশে আছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘তারা দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে অ্যাথলেটিকস পরিবার।’
এজেড/এটি
বিজ্ঞাপন