ফাইনাল দেখার ইচ্ছে পূরণ হলো না বাংলাদেশের শেফ দ্য মিশনের
অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট, ৫০ মিটার ফ্রি স্টাইলের পাশাপাশি জনপ্রিয় ডিসিপ্লিন ফুটবল। অলিম্পিকে দলীয় ডিসিপ্লিনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট পুরুষ ফুটবলের ফাইনাল। কিছুক্ষণ পর সেই ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও স্পেন।
টোকিও অলিম্পিকস থেকে বাংলাদেশের অ্যাথলেটরা সবাই দেশে ফিরেছেন। অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারাও ফিরে এসেছেন। বাংলাদেশ দলের শেফ দ্য মিশন শেখ বশির আহমেদ মামুন কিছু আনুষ্ঠানিকতার জন্য রয়ে গেছেন টোকিওতে। অলিম্পিক ভিলেজের মধ্যে থাকলেও ব্রাজিলের ফাইনাল ম্যাচ দেখতে পারছেন না।
বিজ্ঞাপন
শেখ বশির আহমেদ ফুটবলে ব্রাজিলের সমর্থক। টোকিও অলিম্পিকে থেকেও প্রিয় দল ব্রাজিলের ফাইনাল দেখতে না পারার বিষয়টি খানিকটা পোড়াচ্ছে বাংলাদেশের শেফ দ্য মিশনকে, ‘খুব ইচ্ছে ছিল ব্রাজিলের ফাইনাল দেখার। কিন্তু আইওসি ও জাপানের নিয়মের জন্য যেতে পারছি না। শুধু আমরা নই আরো অনেকেই স্টেডিয়াম যেতে পারছে না খেলা দেখতে।’
আইওসি ও স্বাগতিক জাপানের যৌথ নিয়ম হচ্ছে যে ডিসিপ্লিনে যে দেশের কোনো অংশগ্রহণ নেই সেই দেশের কেউ ঐ ডিসিপ্লিনের ভেন্যুতে প্রবেশ করতে পারবে না। এই প্রসঙ্গে বাংলাদেশের শেফ দ্য মিশন বলেন, ‘আমরা এবারের অলিম্পিকে আরচ্যারি, শুটিং, সাতার ও অ্যাথলেটিকসে অংশ নিয়েছি। এই চারটি ডিসিপ্লিনের সকল ইভেন্ট আমাদের সরাসরি দেখার সুযোগ পেয়েছি। এই চার ডিসিপ্লিনের বাইরে আমরা অন্য কোনো ডিসিপ্লিনে অংশগ্রহণ না করায় অন্য খেলা উপভোগ করার সুযোগ আমাদের নেই। শুধু আমরা নই সকল দেশের জন্যই এ নিয়ম।’
বিজ্ঞাপন
বাংলাদেশের অলিম্পিক শেষ হয়েছে ১ আগস্ট। ছয় দিন পেরিয়ে গেলেও এখনো কিছু দাপ্তরিক কাজ বাকি রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শেফ দ্য মিশনদের সভা থাকে প্রায়ই। বিদায় নিলেও সেই সভায় উপস্থিত থাকতে হয়। সামনে সমাপনীর আনুষ্ঠানিকতা রয়েছে। এছাড়া গেমস ভিলেজের কিছু বিষয়ের স্বাক্ষরাদি করতে হয় শেফ দ্য মিশন হিসেবে।’
টোকিও গেমস ভিলেজে শেফ দ্য মিশনের সঙ্গে রয়েছেন চিকিৎসক শফিকুর রহমান ও বিওএ'র সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান (বাবু)।
এজেড/এটি