১০ হাজার ডলারের শেখ কামাল আন্তর্জাতিক দাবা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক অবদান শহীদ শেখ কামালের। তাকে স্মরণ করে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। বাংলাদেশের সেরা দাবাড়ুসহ বিশ্বের অনেক তারকা দাবাড়ুদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে দাবা ফেডারেশন। ২৭-২৯ আগস্ট অনলাইনে হবে এই প্রতিযোগিতা।
১০ হাজার ডলার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। দাবা অঙ্গনে এত বড় অঙ্কের প্রাইজমানি খুব কমই দেওয়া হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক শেখ কামাল আন্তর্জাতিক দাবার পৃষ্ঠপোষক। ২০১৫ সালে ফুটবলেও শেখ কামাল টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষক ছিলেন তিনি।
বিজ্ঞাপন
ফুটবলের পাশাপাশি অন্য খেলাগুলোতেও শেখ কামালের নাম ছড়িয়ে দিতে চান এই ক্রীড়া সংগঠক, ‘শহীদ শেখ কামালের ক্রীড়াঙ্গনে অবদান অনেক। তার নামকে আমরা ক্রীড়াঙ্গনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিস্তৃত করতে চাই। ফুটবলে শেখ কামাল টুর্নামেন্ট হয়েছে, এরই প্রক্রিয়ায় দাবায় হচ্ছে। অন্যান্য খেলাতেও শেখ কামালের নামে টুর্নামেন্ট বা প্রতিযোগিতা হওয়া দরকার।’
দাবা ফেডারেশন অনলাইন দাবা প্রতিযোগিতা শেষে আগামী মাসের শুরুতে শেখ কামালের নামে দেশব্যাপী দাবা টুর্নামেন্ট শুরু করবে। আসন্ন দাবা চ্যাম্পিয়নশীপে দাবা ফেডারেশন পাঁচ গ্র্যান্ডমাস্টারকে খেলার আমন্ত্রণ জানিয়েছে। ব্যস্ততা এবং নানা কারণে পাচ গ্র্যান্ডমাস্টার একসঙ্গে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এমন সংখ্যা খুবই কম।
বিজ্ঞাপন
এরপরও আশাবাদ ব্যক্ত করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ‘ইতোমধ্যে জিয়া এবং রাজীব তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আগামীকালও এন্ট্রির সময় রয়েছে। আশা করছি অন্যরাও অংশগ্রহণ করবে।’ বাংলাদেশের শীর্ষ দাবাড়ুদের পাশাপাশি তরুণ এবং প্রতিভাবান দাবাড়ুদেরও সুযোগ দিচ্ছে ফেডারেশন, ‘আমরা এই টুর্নামেন্টে জুনিয়র বা অনূর্ধ্ব পর্যায়ে যে সকল দাবাড়ু ভালো পারফরম্যান্স করেছেন। তাদেরও সুযোগ দেব, কারণ আমন্ত্রণমূলক টুর্নামেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি তরুণদের দাবার মান উন্নয়নে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক শোয়েব আলম, মাসুদুর রহমান মল্লিক, নির্বাহী সদস্য মাহমুদা মলিসহ আরো অনেকে।
এজেড/এটি/এমএইচ