জনপ্রিয় মার্কিন অভিনেতা ও প্রযোজক ডোয়েইন জনসনকে চিনেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। যদিও ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) মঞ্চে দ্য রক নামেই অধিক পরিচিত এই পেশাদার রেসলার। তিনি ডব্লিউডব্লিউই ছেড়েছেন ২০১৯ সালে। কিন্তু এবার তাকে পুনরায় ডব্লিউডব্লিউইতে আমন্ত্রণ জানালেন আরেক তারকা জন সিনা।

রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া সিনা সম্প্রতি নিজের নতুন সিনেমার প্রচারণায় এসে এসব কথা বলেন। রেসলিংয়ের ময়দানে রকের অন্যতম প্রতিপক্ষ সিনা বলেন, ‘সে ডব্লিউডব্লিউইর একজন বড় ভক্ত। রক আমার দেখা সবচেয়ে দ্রুতগতির রেসলার। তাই একজন ভক্ত হিসেবে আমি সর্বকালের অন্যতম সেরা এই ডব্লিউডব্লিউই খেলোয়াড়কে আবার রিংয়ে দেখতে চাই।’

৪৯ বছর বয়সী কিংবদন্তিকে ফিরে আসতে অনুরোধ করবেন উল্লেখ করে সিনা বলেন, ‘আমি তাকে রাজি করানোর চেষ্টা করব। চেষ্টা করব তাকে রিংয়ে ফেরত আনতে। একজন ভক্ত হিসেবে সেটা দারুণ হবে। তবে না বলার অধিকারও সে অর্জন করেছে।’

১৯৯৬ সালে পেশাদার রেসলিংয়ে যোগ দেন মার্কিন এই রেসলার। নিজের দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ১৭টি ডব্লিউডব্লিউই শিরোপা। ২০১৯ সালে ডব্লিউডব্লিউকে বিদায় জানান তিনি।

এআইএ/এটি/এমএইচ