ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমসের পুরুষ ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের সাঈদ শিপন-এম মুরাদ হোসেন। আজ (মঙ্গলবার) পুরুষ দ্বৈতের ফাইনালে বেস্ট অব থ্রিতে (২-১) সাঈদ শিপন-এম মুরাদ চ্যাম্পিয়ন হয়েছেন। এই ইভেন্টে রফিক রাফি (সময়ের আলো) এবং শাহীন হাওলাদার (বিজনেস স্ট্যান্ডার্ড) রানার্স আপ হন। তৃতীয় স্থান অর্জন করেছেন জাকির হুসাইন (আজকালের খবর) ও সাদ্দাম হোসেন ইমরান (যুগান্তর) জুটি।


গত ২২ আগস্ট দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের ইনডোর গেমস। ইতোমধ্যে দাবা, কল ব্রীজ, অকশন ব্রীজ এবং ক্যারম একক (পুরুষ ও নারী) শেষ হয়েছে। ক্যারম দ্বৈত শুরু হয় গত ৩০ আগস্ট। আগামী ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

ক্যারম দ্বৈতের আজকের খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। খেলা পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, ক্রীড়া উপ-কমিটির সদস্য জাকির হুসাইন।

এজেড/