ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমসে আজ (বৃহস্পতিবার) লুডু ইভেন্ট ছিল। নারী সদস্যদের লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জিটিভি’র হোমায়রা মাহ্মুদা ফারুকী এবং রানারআপ আমাদের নতুন সময়ের জান্নাতুল ফেরদৌস পান্না। আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত লুডু প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।

সেমিফাইনাল খেলায় ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস পান্না। অপর সেমিফাইনালে হোমায়রা মাহ্মুদা ফারুকীর কাছে পরাজিত হয় মরিয়ম মনি (সেঁজুতি)।

গত ২২ আগস্ট দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের ইনডোর গেমস। ইতোমধ্যে দাবা, কল ব্রীজ, অকশন ব্রীজ, ক্যারম একক (পুরুষ ও নারী) এবং ক্যারম দ্বৈত শেষ হয়েছে। ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেলের তত্ত্বাবধানে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা ও ক্রীড়া উপ-কমিটির সদস্য রাশিদা আফজালুন নেসার পরিচালনায় উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-কমিটির সদস্য শাহনাজ শারমীন ও জাকির হুসাইন।

এজেড/