ডব্লিউডব্লিউইর পর্দা ফাঁস করলেন সাবেক নারী রেসলার
নানা বিতর্ক ও তারকা রেসলারদের ডব্লিউডব্লিউই ছেড়ে চলে যাওয়ার ঘটনায় বিশ্বের সবচেয়ে বড় এই রেসলিং প্লাটফর্মের জনপ্রিয়তা এখন প্রশ্নবিদ্ধ। সম্প্রতি ডব্লিউডব্লিউইর ইতিহাসে অন্তঃসত্ত্বা অবস্থায় চ্যাম্পিয়নশিপ জেতা একমাত্র রেসলার মারিয়া ক্যানেলিসের বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিল।
একটি সাক্ষাৎকারে সাবেক এই মহিলা রেসলার দাবি করেন গত বছর প্রতিষ্ঠানটি ত্যাগ করার পূর্বে গণমাধ্যমে তার সম্পর্কে গুজব রটিয়েছিল তারা। ডব্লিউডব্লিউইর মারিয়াকে নিয়ে করা তাদের সর্বশেষ প্রচ্ছদে তার স্বামী মাইক ব্যানেট আলোচনায় উঠে আসলেও মারিয়া দাবি করেন মাইক তার সন্তানের পিতা নন।
বিজ্ঞাপন
সন্তানসম্ভবা হওয়ায় চুক্তিতে পরিবর্তন আনতে চাইলেও তা আমলে নেয়নি ডব্লিউডব্লিউই কতৃপক্ষ। মারিয়া বলেন, ‘তারা জানতো আমি পুনরায় সন্তানসম্ভবা হয়েছি। আমি চুক্তিতে পরিবর্তন আনতে চাইলেও তারা আগের চুক্তিতেই আমাকে আরও বেশি টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তখন থেকেই আমি বিভিন্ন মিডিয়া আউটলেটে নিজের সম্পর্কে মিথ্যা সংবাদ দেখতে থাকি। এই গুজবগুলো সরাসরি ডব্লিউডব্লিউই থেকেই আসছিল।’
তার স্বামী মাইকের পুনর্বাসনের জন্য ডব্লিউডব্লিউই কোন অর্থ দেয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এমনকি আমার পড়াশোনার পুরো খরচও তারা দেয়নি।’ জনপ্রিয় অনুষ্ঠান ‘র’ ও ‘রেসেলম্যানিয়াতে’ মারিয়া-মাইক দম্পত্তিকে দেখা যাওয়ার কথা থাকলেও সেক্ষেত্রেও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ডব্লিউডব্লিউই। দীর্ঘ চার মাস বেকার ঘরে বসে ছিলেন তারা।
বিজ্ঞাপন
এআইএ