রেইনসকে খেতাব দেওয়ায় চটেছেন আলবার্তো
সাবেক ডব্লিউডব্লিউই তারকা আলবার্তো দেল রিও বর্তমান ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইনসকে সেরা মানতে নারাজ। নিজের সর্বশেষ টুইটে এমনটাই জানান মেক্সিকান এই রেসলার।
২০১৬ সালে রিও যখন ডব্লিউডব্লিউইর মঞ্চ ছেড়ে চলে যান, রোমান রেইনস নামে পরিচিত লেয়াতি জোসেফ ততদিনে পায়ের নিচের মাটিটা বেশ শক্ত করে ফেলেছেন। তার বিদায়ের পর ধীরে ধীরে ডব্লিউডব্লিউইর সবচেয়ে জনপ্রিয় তারকা বনে যান রোমান রেইনস। টানা দুবার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতে অর্জন করেন ‘ট্রাইবাল চিফের’ খেতাবও।
বিজ্ঞাপন
রেইনসকে এই খেতাব দেওয়ায় বেজায় চটেছেন আলবার্তো। তিনি তার ও রেইনসের লড়াইয়ের একটি ছবি পোস্ট করেন, যাতে দেখা যায় রেইনস বেশ অসহায় অবস্থার শিকার ও আলবার্তোর শক্তিশালী বাহুর চাপে মুখমন্ডল বিকৃত হয়ে গেছে রেইনসের। এই ছবির নিচে আলবার্তো ক্যাপশন দেন, ‘রোমান রেইনসকে দেখাচ্ছি কে সত্যিকারের ট্রাইবাল চিফ।‘
রোমান রেইনসের শ্রেষ্ঠত্ব স্বীকার না করলেও মুখোমুখি লড়াইয়ের বিচারে তার ধারে কাছেও নেই আলবার্তো। এর আগে ছয়বারের দেখায় রেইনসের বিপক্ষে জয় অধরাই রয়ে গেছে মেক্সিকান তারকার। যদিও ডব্লিউডব্লিউইতে থাকাকালীন আলবার্তোর জনপ্রিয়তা যখন তুঙ্গে সেই সময় তার সমালোচনায় মেতেছিলেন রোমান রেইনস। সেই অপমানের প্রতিশোধ নিতেই হয়তো এবার উঠে পড়ে লেগেছেন তিনবারের এই চ্যাম্পিয়ন।
বিজ্ঞাপন
নিজের রেসলিং ক্যারিয়ারে মঞ্চ অপেক্ষা মঞ্চের বাইরের নানা কর্মকাণ্ডের জন্যই বেশি আলোচনায় এসেছেন আলবার্তো দেল রিও। ২০১১ সালে ৪০ জনকে পরাজিত করে রয়েল রাম্বল জিতে ডব্লিউডব্লিউইর ইতিহাসে সোনালি অক্ষরে নিজের নাম লেখেন এই সাবেক রেসলার।
এআইএ/টিআইএস