আজ রোববার দুপুরে শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে যুব হ্যান্ডবলের সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর একটি সুখবরের আভাস দিয়েছেন, ‘সামনে ইসলামিক গেমসে আমাদের নারী হ্যান্ডবল দল অংশগ্রহণ করতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি কিছু দিনের মধ্যে একটি সুখবর আসতে পারে।’
 
বাংলাদেশের সচল ক্রীড়া ফেডারেশনের মধ্যে অন্যতম হ্যান্ডবল। করোনাকালীন সময়ের মধ্যেও নানা টুর্নামেন্ট আয়োজন করেছে। টিকা কার্যক্রমের পর এখন করোনা পরিস্থিতি অনেকটা সহনীয় পর্যায়ে। আগামীকাল থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা টুর্নামেন্ট। 

বালক ইভেন্টে অংশগ্রহণ করছে ১২ টি দল। এই ১২ দল চার গ্রুপে খেলবে। চার গ্রুপের চ্যাম্পিয়ন সেমিফাইনালে উঠবে। নারী ইভেন্টে রয়েছে ৮ দল। আট দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। বালক ও বালিকা উভয় ইভেন্টে জেলা দলগুলোই অংশগ্রহণ করছে। 

দ্বিতীয় বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘হ্যান্ডবল ফেডারেশনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। যুব টুর্নামেন্ট ছাড়াও তৃণমূল পর্যায়ে হ্যান্ডবলের যে কোনো টুর্নামেন্টে আমরা পৃষ্ঠপোষকতা করার সর্বাত্মক চেষ্টা করব।’

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর আরো জানান স্বাস্থ্যবিধি মেনেই হবে এই টুর্নামেন্ট এবং আগামী শনিবার ২৫ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যা হবে। সেই অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন গান পরিবেশন করবেন। হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফজলে মীর। 

এজেড/এটি/এনইউ