সাগর-শিলা দ্বিতীয়, আজও তিন রেকর্ড সাঁতারে
বঙ্গবন্ধু জাতীয় সাঁতারে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তিনটি জাতীয় রেকর্ড হয়েছে। শনিবার শহীদ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনে ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আজ ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর যুথি আক্তার এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর কাজল মিয়া এই রেকর্ড গড়েন।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনী ২৩টি স্বর্ণ, ১৭টি রুপা, চারটি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তিনটি স্বর্ণ, নয়টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয়স্থানে এবং বিকেএসপি একটি রুপা ২৪ টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থানে রয়েছে।
বিজ্ঞাপন
২০১৬ এসএ গেমসে স্বর্ণজয়ী সাতারু মাহফুজা খাতুন শিলা ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আজ দ্বিতীয় হয়েছেন। তার ইভেন্টে তার সংস্থার মরিয়ম খাতুন প্রথম হয়েছেন। তবে শিলা মরিয়মের চেয়ে টাইমিংয়ে খুব পিছিয়ে ছিলেন না। মরিয়ম যেখানে ৩৬.৪০ সেখানে শিলা শেষ করেছেন ৩৬.৭৪ সেকেন্ডে। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন মুক্তি আক্তার। তার টাইমিং .৩৮ সেকেন্ডের উপরে। প্যারিসে প্রশিক্ষণ নেয়া সাতারু আরিফুল আজ ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রথম হয়েছেন। আরেক তারকা সাতারু মাহফিজুর রহমান ব্যক্তিগত ইভেন্টে আজও রৌপ্য জিতলেও দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছেন।
আজকের অন্যান্য ইভেন্টের মধ্যে প্রথম হয়েছেন ৮০০ মিটারে সোনিয়া আক্তার , ৫০ মিটার ব্রেস্টস্টোকে আরিফুল ইসলাম, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে মামুনুর রশিদ, ১০০ মিটার বাটার ফ্লাইয়ে মাহামুদুন্নবী নাহিদ, ১০০ মিটার বাটারফ্লাই মহিলা ইভেন্টে সোনিয়া খাতুন, ১০০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা, ২০০ মিটার ফ্রি স্টাইলে সোনিয়া আক্তার, ৪০০ মিটার মিডলে ব্যক্তিগত ইভেন্টে সোনিয়া খাতুন,৪*২০০ মিটার ফ্রি স্টাইল নারী ও পুরুষ উভয় প্রতিযোগিতায় নৌবাহিনী প্রথম হয়েছে।
বিজ্ঞাপন
এজেড/এনইউ