ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া কংগ্রেস-২০২১- এ অংশ নিতে গতকাল ঢাকা পৌঁছেছেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি এবং বিশ্বখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান হুন্দাই গ্রুপের চেয়ারম্যান ইউইসুন চুং। গতকাল দুপুর সাড়ে ১২ টায় নিজস্ব বিমানে ঢাকা অবতরণ করেন তিনি।

আজ শুক্রবার দুপুর ২টায় ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে কংগ্রেস। স্বাগতিক বাংলাদেশসহ ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ২০টি সদস্য দেশ থেকে ৩৫ জন প্রতিনিধি কংগ্রেসে অংশগ্রহণ করবেন। 

কংগ্রেসে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার এক্সিকিউটিভ বোর্ডের নির্বাচন এবং বিভিন্ন সাব-কমিটির মনোনয়ন অনুষ্ঠিত হবে। উল্লেখিত কমিটি সমূহে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন। কংগ্রেস উপলক্ষে আজ বিকেলেওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার পক্ষ থেকে  ব্রিফিং করা হবে।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি। তিনি পুনরায় এই পদে নির্বাচন করছেন। 

এজেড/এমএইচ