এশিয়ার ১৬ দেশের ১৮৭ জন আরচ্যার ও কর্মকর্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের খেলা। টুর্নামেন্টে বাংলাদেশের ১৫ আরচ্যার লক্ষ্যভেদ করবেন। আজ শনিবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামীকাল থেকে শুরু হবে তির-ধনুকের লড়াই। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পাঁচটি করে ইভেন্টের (পুরুষ ও নারী একক ও দলগত এবং মিশ্র দলগত) খেলা অনুষ্টিত হচ্ছে। 

আজ সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছেন রোমানরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকালও সারা দিন বৃষ্টি হবে। এই বৃষ্টির সঙ্গে বাতাস বইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে এমন শীতল আবহাওয়া রোমানদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে।
 
বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক অবশ্য আবহাওয়া নিয়ে খুব বেশি চিন্তিত নন, ‘বাতাসের সঙ্গে আরচ্যারির বৈরিতা রয়েছে। এমন আবহাওয়া শুধু আমাদের নয় টুর্নামেন্টে অংশ নেওয়া সকল আরচ্যারদের জন্য সমান চ্যালেঞ্জ হবে।’ 

এই চ্যালেঞ্জ উৎরানোর সামর্থ্য তার আরচ্যারদের রয়েছে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশের আরচ্যাররা ইউরোপে শীতল আবহাওয়া খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি কালকের দিনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে।’

শনিবার আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, বিশ্ব আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টমি রেনে জোসেফাইন দিয়েলেন, বিশ্ব আরচ্যারি এশিয়ার সাধারণ সম্পাদক কিউ হাইউং হ্যান, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.) এবং সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন। 

এজেড/এমএইচ