আবদুল্লাহ হেল বাকীরা পাচ্ছেন নতুন কোচ

ইংরেজি নতুন বছরের প্রথম দিনই নতুন কোচ এনেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। বিশ্বকাপ শুটিং ও এশিয়ান গেমসকে সামনে রেখেই ইরানি রাইফেল কোচ জায়ের রেজা মোহাম্মদকে নিয়োগ দিয়েছে। জারেজ তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে আগামীকাল মঙ্গলবার রেঞ্জে নামতে পারেন। এশিয়ান গেমস ও বিশ্বকাপ শুটিং উপলক্ষে বছরের শুরুতে আনা হলেও ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস পর্যন্ত তাকে রাখা হতে পারে বলে জানা গেছে।

গ্লাসগো ও গোল্ডকোস্ট-টানা দুই কমনওয়েলথ গেমসে রুপা জিতেছেন বাংলাদেশের অন্যতম সেরা শুটার আবদুল্লাহ হেল বাকী। সামনে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথে শুটিং ডিসিপ্লিন না থাকলেও চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে রয়েছে শুটিং। এই গেমসে লাল-সবুজের রাইফেল শুটাররা যাতে ভালো ফল বয়ে আনতে পারেন সে লক্ষ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে শুটিং ফেডারেশন । 

এই কোচের অধীনে ইরান ২০১৯ জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিমে স্বর্ণ, ২০১৪ ইনচন এশিয়ান গেমসে ১০ মিটারে স্বর্ণ এবং দুটি রূপা জেতে।বাংলাদেশের কোচ হিসেবে কাজ করছিলেন জার্মানির ক্লাউস। তার সঙ্গে শুটিং ফেডারেশনের চুক্তি থাকলেও তিনি স্বেচ্ছায় সরে যেতে চাইছেন। সিঙ্গাপুরে কাজ করবেন ক্লাউস।

এজেড/এটি