ব্যাডমিন্টন অঙ্গনে ডানা-মরিয়ম জুটির সঙ্গে আরেকজন নারী শাটলারের নাম সমানভাবে উচ্চারিত হয়। তিনি নাজিয়া আখতার যুথী। একাধিকবার জাতীয় নারী ব্যাডমিন্টনে মুকুটজয়ী এই শাটলার আজ (সোমবার) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দীর্ঘদিনের কোর্টের সঙ্গী ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী কামরুন্নাহার ডানা এই তথ্য নিশ্চিত করেছেন। 

গত এক দশক যাবৎ মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন যুথী। কোর্টের লড়াইয়ে অনেক ম্যাচ জিতলেও ক্যান্সারের সঙ্গে শেষ পর্যন্ত হেরে গেলেন এই নারী শাটলার। আজ দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছাড়েন এই কৃতি শাটলার। মৃতুকালে যুথী তাঁর মা, স্বামী,তিন বোন- দুই ভগ্নিপতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুন্নাহার ডানার সঙ্গে যুথীর ঘনিষ্ঠতা চার দশকের বেশি সময়ের। অনেক দিন তারা এক সঙ্গে নারী দ্বৈত খেলেছেন। ডানার স্বামী আরেক জাতীয় তারকা শাটলার আবুল হাশেমের সঙ্গেও যুথী দ্বৈত ইভেন্টে অংশ নিয়েছেন। যুথীর প্রয়াণে ডানা ও হাশেম অত্যন্ত বেদনাবিথুর।

ডানা যুথীকে স্মরণ করলেন এভাবে, ‘যুথীর মোহামেডানের আসার পর থেকে আমার সাথে ঘনিষ্ঠতা। এক সঙ্গে কোর্টে কত লড়াইয়ে জিতেছি। যুথী ছিল অত্যন্ত অদম্য। খেলা ছাড়ার পরও ব্যক্তিগত এবং পারিবারিকভাবে ওর সঙ্গে আমার পরিবারের দারুণ সম্পর্ক ছিল।’ 

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ছাড়াও বাংলাদেশ বিমানের হয়ে খেলেছেন এই নারী শাটলার। জাতীয় নারী জুনিয়র, সিনিয়র ও মিশ্র ইভেন্টে একাধিক পদক রয়েছে যুথীর। ব্যাডমিন্টনে অসামান্য অবদানের জন্য ক্রীড়াঙ্গনের রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কারেও ভূষিত হয়েছেন। 

ক্রীড়াঙ্গনে আজ আরেকটি শোকের সংবাদ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভাপতি আজম নাছির উদ্দিনের মাতা ফাতেমা জহুরা বেগম ৯০ বছর বয়সে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। কৃতি সংগঠকের মায়ের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ বিসিবি, বাফুফে সহ বিভিন্ন ক্রীড়া সংস্থা এবং ব্যক্তিত্ব শোক জ্ঞাপন করেছে।

এজেড/এমএইচ