ইন্দোনেশিয়ায় আইএসএসএফ জাকার্তা গ্রাঁ প্রিঁর  ১০মি. এয়ার রাইফেল মহিলা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন নাফিশা তাবাসসুম। এই ইভেন্টে স্বর্ণ স্বর্ণ রোমানিয়ার ও রৌপ্য ইন্দোনেশিয়ার।

সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের পুরুষ শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান। গতকাল দুই জন ভালো শুটিং করলেও আজ বৃহস্পতিবার তেমন ছন্দে ছিলেন না। 

এয়ার পিস্তল ইভেন্টে শাকিল আহমেদ শাকিলের আজ কোয়ালিফিকেশন ছিল। সেই কোয়ালিফিকেশনে শাকিল সপ্তম হয়ে সেমিতে উঠেছেন। আগামীকাল শুক্রবার শাকিলের সেমি ও ফাইনাল ইভেন্ট। ব্যক্তিগত ইভেন্টের পর দলগত ইভেন্টেও অংশ নেবে বাংলাদেশ। 

এজেড/এটি