ভালোবাসা দিবস শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে বাংলাদেশে পৌঁছায় ভলিবল দল। মালদ্বীপে সিরিজ জয় করে ফেরায় বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ। ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের মিষ্টিমুখও করিয়েছেন।

ভালোবাসা দিবসের আগের দিন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ভলিবলকে ভালোবাসতে বলেছেন। 

সিরিজ জয় করে দেশে ফিরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে সবাই খেলাধুলাকে পছন্দ করে। বিশেষ করে ফুটবল ও ক্রিকেটের প্রতি ভালোবাসা অনেক। সবাইকে অনুরোধ করব ভলিবলও ভালোবাসুন।’ 

যুব সমাজ ক্রীড়াকে ভালোবাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যুব সমাজ ক্রীড়াকে ভালোবাসলে ও ক্রীড়া নিয়ে ব্যস্ত থাকলে মাদক, সন্ত্রাস ইত্যাদি অপকর্মে লিপ্ত হবে না। ক্রীড়ার মাধ্যমে দেশের ভবিষ্যত উজ্জ্বল করার সুযোগ থাকে।’ 

বাংলাদেশ ভলিবল দলের তারকা খেলোয়াড় জাবির বলেন, ‘মালদ্বীপের সাফল্য আমাদের মনোবল ও পারফরম্যান্স ভালো করতে সাহায্য করবে। বছরে এ রকম কয়েকটি সিরিজ খেলতে পারলে আমাদের খুবই উপকার হবে।’ 

এজেড/এমএইচ