ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে ভালো নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পের প্রতিটি লাইন আন্ডারলাইন করে পড়বে ও গুরুত্বপূর্ণ শব্দ নোট করে রাখবে।

৪৮. মামার তৈলচিত্রের প্রতি নগেনের হঠাৎ ভক্তিশ্রদ্ধা বেড়ে যাওয়ার কারণ কী?

(ক) মোটা অঙ্কের টাকা পেয়ে (খ) মামার শাসন থেকে মুক্তি পেয়ে (গ) তৈলচিত্রটি সুন্দর বলে (ঘ) মামার উদার মনের পরিচয় পেয়ে

৪৯. নগেনের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মূল কারণ-

(ক) রুপার ফ্রেমে হাত দেয়া (খ) তামার তারে হাত দেয়া (গ) তারের মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালন (ঘ) শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালন

৫০. মানুষের মধ্যে অনুতাপ কেন হয়?

(ক) অন্যের ভুলকর্মের জন্যে (খ) নিজের ভুলকর্মের জন্যে (গ) শ্রদ্ধাভক্তির জন্যে (ঘ) অর্থ-সম্পত্তির জন্যে

৫১. ‘চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী’-কিসের?

(ক) নগেনের ভূতে পাওয়া (খ) নগেনের গল্প বলা (গ) লেখকের গল্প বলা (ঘ) মামার গল্প বলা

৫২. রাতে লাইব্রেরিতে যাওয়ার জন্যে নগেনের এত আগ্রহ হলো কেন?

(ক) পড়াশোনা করার জন্যে (খ) বই চুরি করার জন্যে (গ) মামার তৈলচিত্রে শ্রদ্ধা জানানোর জন্যে (ঘ) তৈলচিত্র চুরি করার জন্য

৫৩. পরাশর ডাক্তার সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সমর্থনযোগ্য?

(ক) বুদ্ধিমান ও আধুনিক (খ) সাহসী ও লোভী (গ) জ্ঞানী ও সাহসী (ঘ) কুসংস্কারে বিশ্বাসী

৫৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের ওপর বিশ্বাস নেই- কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) পরাশর ডাক্তারের (খ) নরেন ডাক্তারের (গ) গণেশ ডাক্তারের (ঘ) নগেন ডাক্তারের

৫৫. রাতের অন্ধকারে তৈলচিত্র বেশি তেজি হয়ে ওঠে, কারণ তখন-

i. বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় ii. অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ থাকে iii. কোনো মানুষ থাকে না

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

৫৬. লাইব্রেরির তৈলচিত্র/তৈলচিত্রগুলো হলো-

i. নগেনের মামার ii. নগেনের দিদিমার iii. নগেনের দাদামশায়ের

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৫৭. পরাশর ডাক্তার পড়ে গেলেন-

i. ভূতের ধাক্কায় ii. বিদ্যুতের ধাক্কায় iii. দুর্বলতার কারণে

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii

উত্তর : ৪৮. ঘ, ৪৯. ঘ, ৫০. খ, ৫১. ক, ৫২. গ, ৫৩. ক, ৫৪. ক, ৫৫. খ, ৫৬. ঘ, ৫৭. খ।

এমকে