ফাইল ছবি

সুপ্রিয় নবম ও  দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ব্যবসায় শিক্ষা শাখার বিষয় গুলো নতুন মনে হলেও তোমরা নিয়মিত পড়াশোনা করলে সব বিষয়ই সহজ মনে হবে। ব্যবসায় শিক্ষা শাখার বিষয় গুলো হচ্ছে- ১. হিসাববিজ্ঞান,  ২. ফিন্যান্স ও ব্যাংকিং, ৩. ব্যবসায় উদ্যোগ। হিসাববিজ্ঞানে অন্যান্য বিষয়ের মতো ৩০ টি বহুনির্বচনি প্রশ্ন থাকবে এবং ৩০ টির উত্তরই দিতে হবে। তবে সৃজনশীল প্রশ্নে একটু ভিন্নতা আছে। সৃজনশীল প্রশ্নে ‘ক’ বিভাগ থেকে ২টি প্রশ্ন থাকবে এবং ২টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। অর্থাৎ ‘ক’ বিভগের প্রশ্নের উত্তর আবশ্যিক। ‘খ’ বিভাগে থাকবে ৭ টি প্রশ্ন থাকবে, সেখান খেকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি সৃজনশীল প্রশ্ন দুই বা তিনটা অধ্যায় নিয়ে হতে পারে। তাই হিসাববিজ্ঞানে সব অধ্যায় গুরুত্ব দিয়ে পড়তে হবে। হিসাববিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে শুধু গাণিতিক বিষয়গুলো থাকবে আর বহুনির্বাচনি প্রশ্নে তত্ত্বীয় বিষয়গুলো থাকবে। তবে বহুনির্বাচনি প্রশ্নে ৪/৫টি ছোট ছোট গাণিতিক বিষয় থেকে প্রশ্ন থাকতে পারে। আজ তোমাদের হিসাববিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

. কোন নামে হিসাব বিজ্ঞানকে অভিহিত করা হয়?

(ক) মূলধন ব্যবস্থা (খ) হিসাব ব্যবস্থা (গ) তথ্য ব্যবস্থা (গ) গাণিতিক ব্যবস্থা

. কত সালে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করা হয়?

(ক) ১১৯৪ সালে (খ) ১২৯৪ সালে (গ) ১৩৯৪ সালে (ঘ) ১৪৯৪ সালে

. কিসের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব?

(ক) ব্যয় নিয়ন্ত্রণ (খ) ক্রয় বৃদ্ধি (গ) সঠিক বিনিয়োগ (ঘ) বাজেট প্রণয়নে দক্ষতা

. কোনটি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান?

(ক) এগ্রো ফার্ম (খ) আই টি প্রতিষ্ঠান (গ) আর্থিক প্রতিষ্ঠান (ঘ) হাসপাতাল

. লুকা প্যাসিওলি ছিলেন-

(ক) পদার্থ বিজ্ঞানী (খ) দার্শনিক (গ) গণিতবিদ (ঘ) হিসাববিদ

নিচের উদ্দীপকটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও :

কাজল ট্রেডার্সের ম্যানেজার হামিদ, জনাব রশিদ কর্তৃক প্রস্তুতকৃত হিসাব প্রতিবেদন দেখে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে জনাব কায়সারের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিলেন।

. কাজল ট্রেডার্সের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

(ক) হামিদ (খ) রশিদ (গ) জনতা ব্যাংক (ঘ) কায়সার

. লুকাপ্যাসিওলি হিসাববিজ্ঞানের মূলনীতিটি কত শতাব্দীতে প্রণয়ন করেন?

(ক) ত্রয়োদশ (খ) চর্তুদশ (গ) পঞ্চদশ ঘ) ষোড়শ

. আধুনিক যুগে মূল্যবোধের বাহক হিসাবে কাজ করে কোনটি?

(ক) বাজেট প্রণয়ন (খ) জবাবদিহিতা (গ) হিসাববিজ্ঞান (ঘ) হিসাবরক্ষণ

ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী-

(i) ঋণ প্রদানকারী (ii) সরকার (iii) পাওনাদার

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১০. হিসাববিজ্ঞানের ইতিহাস-

(ক) প্রাচীন বিষয় (খ) বৈচিত্র্যময় বিষয় (গ) আধুনিক বিষয় (ঘ) প্রাচীন ও বৈচিত্র্যময়

উত্তর : ১.গ, ২. ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ।

এমকে