ফাইল ছবি

প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

সুপ্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো।  শিক্ষার্থীরা পরীক্ষায় এক কথায় প্রশ্নের উত্তর করার জন্য তোমরা মূল পাঠ্যবই গুরুত্ব দিয়ে বারবার পড়বে। কেননা এসব প্রশ্নের উত্তর সঠিক হলে তোমরা পূর্ণ নম্বর পাবে। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রেরপ্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১৬টি এক কথায় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্য পরিচালনার পুঁজিকে বলে?

উত্তর :  মূলধন তহবিল।

প্রশ্ন : বস্তুগত পণ্য উৎপাদন বণ্টন ও ক্রয় বিক্রয় করে না এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না-

উত্তর :  অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান।

প্রশ্ন : একটি অব্যবসায়ী  প্রতিষ্ঠান-

উত্তর :  লাভ - লোকসান বণ্টন হিসাব রাখে না।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের বছরান্তের আয় স্থানান্তর করা হয়-

উত্তর :  মূলধন তহবিলে।

প্রশ্ন : প্রাপ্তি ও পরিশোধ হিসাবে অর্ন্তভূক্ত হয়-

উত্তর :  মূলধন জাতীয় আয়- ব্যয়, মুনাফা জাতীয় আয়- ব্যয়, অগ্রিম প্রাপ্ত খরচ, অগ্রিম প্রাপ্ত আয়।

প্রশ্ন : প্রাপ্তি ও পরিশোধ হিসাবে অর্ন্তভূক্ত হয়- 

উত্তর : বকেয়া আয়, বকেয়া খরচ, অবচয়, সঞ্চিতি, ধারে ক্রয়- বিক্রয়।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাবে কোনো-

উত্তর :  প্রারম্ভিক ব্যালেন্স দেখানো হয় না।

প্রশ্ন : আয়- ব্যয় হিসাবে অর্ন্তভূক্ত হয় না-

উত্তর :  মূলধন জাতীয় আয়- ব্যয়, মুনাফা জাতীয় আয়- ব্যয়, অগ্রিম প্রাপ্ত খরচ, অগ্রিম প্রাপ্ত আয়।

প্রশ্ন : আয়- ব্যয় হিসাবে অর্ন্তভূক্ত হয়-

উত্তর :  বকেয়া আয়, বকেয়া খরচ, অবচয়, সঞ্চিতি, ধারে ক্রয়- বিক্রয়।

প্রশ্ন : অমুনাফাভোগী প্রতিষ্ঠানের মূলধন তহবিল- 

উত্তর :  দায়।

প্রশ্ন : মূলধন তহবিলকে বিভিন্ন নামে অভিহিত করা হয়-

উত্তর :  যেমন- মূলধন তহবিল/ সাধারণ তহবিল/ সঞ্চিতি তহবিল/ সদস্য তহবিল।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান দু’টি হিসাব হচ্ছে-

উত্তর :  ১. প্রাপ্তি ও প্রদান হিসাব ২. আয়- ব্যয় হিসাব।

প্রশ্ন : সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য-

উত্তর :  সদস্যদের কল্যাণ সাধন।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা বণ্টিত হয়-

উত্তর :  ভবিষ্যতের জন্য সঞ্চিতি থাকে।

প্রশ্ন : ব্যয় অতিরিক্ত আয়ের উপর আয়কর দিতে হয় না, কিন্তু ব্যয় অতিরিক্ত আয় সদস্যদের মাঝে-

উত্তর :  বণ্টিত হয় না।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস গুলো হচ্ছে-

উত্তর :  চাঁদা, অনুদান, প্রবেশ ফি, ভর্তি ফি, সমাজের মহৎ ব্যক্তির দান, সরকারের আর্থিক অনুদান ইত্যাদি।

প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ  সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

এমকে