টফি-তে ফিফা ওয়ার্ল্ড কাপের ‘রাউন্ড অফ ১৬’ দেখেছেন ২.৫ কোটিরও বেশি দর্শক। বিনোদনের অ্যাপ হিসেবে টফি বিশ্বব্যাপী জনপ্রিয় এই ক্রীড়াআসর লাইভ স্ট্রিমিং করছে।

সম্প্রতি বাংলালিংক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ভিওন গ্রুপ-এর সিইও ও বোর্ড অফ বাংলালিংক-এর চেয়ারম্যান কান তেরজিওগ্লু বলেন, “বিশ্বকাপের স্ট্রিমিং একটি ডিজিটাল অপারেটর সার্ভিস হিসেবে দর্শকদের আগ্রহ সৃষ্টি করেছে। এটি মোবাইল ডিভাইসে ডিজিটাল বিনোদনের বিশাল সম্ভাবনার একটি প্রতিফলন। বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মতো ফুটবল ভক্তরা যেকোনো জায়গা থেকে পছন্দের ডিভাইসে তাদের প্রিয় খেলা দেখতে পারছেন। উচ্চগতির সংযোগ ও আন্তর্জাতিক মানের সেবা বাংলাদেশের বহুমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি মানুষের জীবনযাত্রাকে উন্নত করছে।”

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “আমরা টফিতে বিশ্বকাপ লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা চালু করেছি যাতে বাংলাদেশের ফুটবল ভক্তরা বিশ্বকাপ উপভোগের আরও ভালো অভিজ্ঞতা পান। তাদের অভাবনীয় সাড়া আমাদের প্রচেষ্টার সাফল্যকে প্রমাণ করে। বিশ্বকাপ আকর্ষণীয় কোয়ার্টার-ফাইনাল পর্বে পৌঁছানোর সাথে সাথে আমরা প্রতি ম্যাচে আরও বেশি সংখ্যক ভিউ দেখতে পাবো বলে আশাকরি।”

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ নভেম্বর যাত্রা শুরু করে টফি। এর কনটেন্ট যেকোনো নেটওয়ার্ক থেকে সবার জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য।

এএ