প্রতিদিন বিভিন্ন প্রয়োজনীয় কাজে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহৃত হচ্ছে। অনেকে ফেসবুককে শিক্ষা বা চাকরির কাজে লাগাচ্ছেন। ফ্রিল্যান্সিং করে অনেক উপার্জনও করছেন অনেকে। তবে এমন মানুষের অভাব নেই যারা মনে করেন সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া অর্থহীন। ব্যক্তিগত গোপনীয়তা, পড়াশুনা এবং চাকরিসহ আরও নানা কারণে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করেন অনেকে। ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করার উপায় সম্পর্কে আজ আপনাকে জানাবো- 

ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করার জন্য প্রথমে ক্লিক করুন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’। এবার ‘সেটিংস’ অপশনে ক্লিক করুন।

এরপর ‘ইওর ফেসবুক ইনফরমেশন’-এ ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। এর মধ্যে ‘ডি-অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট’-এ ক্লিক করুন।

আপনার সামনে ‘ডি-অ্যাক্টিভেট অ্যাকাউন্ট’ এবং ‘ডিলিট অ্যাকাউন্ট’ নামে দুটি অপশন আসবে। বেছে নিন ‘ডি-অ্যাক্টিভেট অ্যাকাউন্ট’ অপশনটি। তারপর পাসওয়ার্ড লিখে আইডি ডি-অ্যাক্টিভেট করে ফেলুন।

এইচএকে/এএ