বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। মেসেজিং অ্যাপটির মাধ্যমে চ্যাটিংসহ ছবি, ভিডিও পাঠানো যায়। একই সঙ্গে ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়। 

তাছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করে রাখার ব্যবস্থা রয়েছে। আজ আপনাকে জানাবো কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করে রাখা যায়-

থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করুন

হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউলের জন্য কোনো একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। মেসেজ শিডিউল করার জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ শিডিউলার, ডু-ইট-লেটার, স্কেডিটসহ বহু থার্ড পার্টি অ্যাপ রয়েছে। গুগল প্লে-স্টোর অথবা অ্যাপলের অ্যাপস্টোর থেকে এসব অ্যাপ সহজেই ডাউনলোড করা যায়। 

হোয়াটসঅ্যাপে যান

এবার হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গিয়ে অ্যাক্সেসিবিলিটি ও সার্ভিস এনাবল বা সক্রিয় করতে হবে। 

থার্ড পার্টি অ্যাপে যান

থার্ড পার্টি অ্যাপে গিয়ে সেখানে নিচে ও ডান দিকে থাকা একটি প্লাস অপশন সিলেক্ট করতে হবে। 

চ্যাট বা গ্রুপ সিলেক্ট করুন

তারপর যে চ্যাট বা গ্রুপে মেসেজটি শিডিউল করতে চান, সেটি সিলেক্ট করে নিন। 

সময় নির্ধারণ করুন

মেসেজটি কখন পাঠাতে চান সেটি নির্ধারণ করুন। অর্থাৎ তারিখ ও সময় সিলেক্ট করে রাখুন। 

মেসেজটি লিখুন

এবার মেসেজটি লিখুন। যে মেসেজ আপনি পাঠাতে চান সেটি লিখে উপরের ডান দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনটি ক্লিক করুন। 

এইচএকে/আরআর/এএ