যেভাবে বুঝবেন আপনার নম্বর কেউ ব্লক করেছে কি না
আপনার ফোন নম্বর কি কেউ ব্লক করে দিয়েছেন? জরুরি প্রয়োজনে তাকে বারবার ফোন করছেন, যোগাযোগ করতে পারছেন না?
আবার কোনো ব্যক্তির কাছে আপনার গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে বা আপনি কারো থেকে কিছু পান, কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারছেন না। ফোন করলেই বলছে, নম্বরটি ব্যস্ত আছে বা এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।
বিজ্ঞাপন
বারবার এমন ঘটতে থাকতে বিরক্তি আসবে স্বাভাবিক। কিন্তু বুঝবেন কী করে আপনার নম্বর সংশ্লিষ্ট ব্যক্তি ব্লক করে দিয়েছেন?
খুব সহজ উত্তর হলো- যতবারই ফোন করুন না কেন শুনবেন নম্বরটি ব্যস্ত আছে।
বিজ্ঞাপন
পাশাপাশি জানবেন, নম্বর ব্লক থাকলে টেলিকম অপারেটর তরফ থেকে নির্দিষ্ট কোনো বার্তা শোনানো হয় না। আগে কখনো শোনেননি এমন কোনো বার্তা যদি শুনতে পান, তাহলে বুঝবেন আপনাকে সেই ব্যক্তি ব্লক করে থাকতে পারেন। আর দিনে একাধিকবার ফোন করার পরও একই বার্তা শুনলে নিশ্চিত হবেন, সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।
আরও পড়ুন
কোনো ব্যক্তিকে ফোন করলে একবার রিং হওয়ার পরেই যদি তা ভয়েস মেইলে চলে যায়, অথবা ফোন ব্যস্ত বলে, তাহলেও বুঝে নিতে হবে আপনাকে ব্লক করেছেন তিনি। প্রতি বার ফোন করার পরে একই অভিজ্ঞতা হলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবেন।
কোনো ব্যক্তিকে ফোন করলে যদি সব সময় ব্যস্ত বলে, অথবা ব্যস্ত বলার পরই ফোন কেটে যায়, তাহলেও বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।
এইচকে