রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১১তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। আগামী ৪ মার্চ পর্যন্ত চলা আন্তর্জাতিক এই পর্যটন মেলায় ছাড় দিয়ে ভ্রমণ প্যাকেজ এনেছে হলিডেজ শিপিং লাইন্স। হাউজ বোটে ২ দিন এক রাতের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ প্যাকেজে ছাড় দিয়ে জনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২ মার্চ) পর্যটন মেলা প্রাঙ্গণে হলিডেজ শিপিং লাইন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম শাহেদ জানান, আমাদের হাউজ বোটে ২ দিন এক রাতের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ প্যাকেজ মূল্য আরও বেশি ছিল। কিন্তু মেলা উপলক্ষ্যে আমরা ছাড় দিয়ে সাড়ে ৭ হাজার টাকা নির্ধারণ করেছি।

তিনি বলেন, আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত আছে কাপল বেডসহ হাউজ বোটে থাকার ব্যবস্থা। এছাড়া থাকছে বারিকটিলা, জিরো পয়েন্ট, শিমুল বাগানে মোটরবাইকে ভ্রমণ, হাওর ভ্রমণসহ মিনারেল পানি। বোটে প্রথম রাতে বার বি কিউ ডিনার ও একজন সহকারী গাইডও থাকবে।

হাউজ বোটে মোট ২০ জনের জন্য ডাবল বেডের ১০টি কেবিন (গ্রুপ ট্যুর ২৫ জনের জন্য) রয়েছে। প্রতিটি কেবিনে সংযুক্ত ওয়াশরুম রয়েছে। একজন অভিজ্ঞ শেফের তত্ত্বাবধানে, প্রতিদিন তিনটি খাবার এবং দুটি স্ন্যাকসসহ একটি ডাবল খাবারের মেনু থাকবে। বার বি কিউ কর্নারে থাকবে বিশেষ বার বি কিউ ডিনার নাইটের ব্যবস্থা।

এবারের আন্তর্জাতিক পর্যটন মেলায় টাইটেল স্পন্সর হিসেবে আছে ফার্স্ট ট্রিপ।

আয়োজকরা জানান, দেশের সবচেয়ে বড় পর্যটন এই মেলায় মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি লাগবে না। বাকিরা ৩০ টাকা এন্টি ফি দিয়ে মেলায় অংশগ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার ও হাসপাতাল অংশ নিয়েছে। মেলায় ৩টি হলে ১৪টি প্যাভিলিয়নসহ ১৫০টি স্টল রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবারের মেলায় দুটি সেমিনার আয়োজন করা হয়েছে।

অন্যবারের তুলনায় এবারের মেলা আরো বেশি আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই ও ট্যুরিস্ট পুলিশ।

মেলায় বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করেছে। এছাড়া ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছে মেলায়।

এএসএস/এমজে