ট্যাংকের উপর দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধানের
ভারতের মোকাবেলায় আকাশপথে নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। একইসঙ্গে, সেনাবাহিনীর পোশাক পরে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সেনাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তার উজ্জ্বল ও জোরালো ভাষণে অনুপ্রাণিত হয়ে উপস্থিত সৈনিকরা ‘জিন্দাবাদ’ স্লোগানে প্রকম্পিত করে তোলে যুদ্ধক্ষেত্র। জেনারেল মুনির তার বাহিনীকে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
বিজ্ঞাপন