ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন ২৪ নারী। একইসঙ্গে ১৮ জনকে অনারেবল মেনশন ক্যাটাগরিতে জয়ী করা হয়েছে। 

সম্প্রতি রাজধানী ঢাকার লেকশোর হোটেলের ইকেবানা হলে উইমেন ইন লিডারশিপ (উইল) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়। 

উইল প্রেসিডেন্ট নাজিয়া আন্দালিব প্রীমা বলেন, এ পুরস্কার নারীকে নেতৃত্বের লড়াইয়ে সাহায্য করবে পেশাগত জগতের ভেতরে ও বাইরে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, একজন নারীর যাত্রা আমরা যতই বোঝার চেষ্টা করি না কেন, তা সত্যিই কঠিন। বিশেষ করে বাংলাদেশে প্রকৃতপক্ষে নারীর অংশগ্রহণ এখনও আমাদের অব্যবহৃত সম্পদগুলোর একটি।

ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ডের জন্য সারা দেশ থেকে ২১টি বিভাগের অধীনে ১২৫টির বেশি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৫০টি মনোনয়ন জমা পড়ে। বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তিনটি জুরি প্যানেল বিজয়ীদের নির্বাচন করে এবং তাদের দুটি ক্যাটাগরিতে পুরস্কৃত করে। ২০১৪ সাল থেকে সম্মাননা দিয়ে যাচ্ছে।  

এসআই/আরএইচ