বাইক চালানোর সময় যেসব ভুল জীবন ঝুঁকিতে ফেলতে পারে

বাইক চালানোর সময় কিছু ভুলের কারণে ঘটতে পারে দুর্ঘটনা। যা আপনার জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সাধারণত ছোটখাটো ভুলের কারণে এসব দুর্ঘটনা ঘটে। তবে যদি আপনি সড়কে সতর্কতার সাথে বাইক চালান, তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
বিশেষ করে নতুন এবং তরুণ বাইকাররা অনেক সময় সড়কের নিয়মকানুন না মেনে বাইক চালান, কিন্তু যদি জীবন নিরাপদ রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে সড়ক আইন মেনে চলতে হবে। আমাদের দেশে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই বাইক দুর্ঘটনা হয়ে থাকে। বাইক দুর্ঘটনার কারণে অনেক চালক প্রাণ হারান বা গুরুতর আহত হন।
চলুন জেনে নেয়া যাক যেসব ভুলগুলো এড়িয়ে চললে আপনি বড় ধরনের দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে পারেন-
দূরত্ব বজায় না রাখা
বাইক চালানোর সময় সামনে থাকা যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। যদি আপনি খুব কাছাকাছি থাকেন, সামনে থাকা গাড়ি যদি হঠাৎ ব্রেক কষে আর আপনি সময়মতো ব্রেক কষতে না পারেন, তাহলে আপনি ভারসাম্য হারাতে পারেন এবং দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এতে আপনার জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
মানসিকভাবে বিপর্যস্ত থাকা
যদি আপনি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তবে আপনার মোটরবাইক চালানো উচিত নয়। একদিকে যেমন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন, অন্যদিকে পাশে থাকা অন্য চালকদেরও বিপদে ফেলতে পারেন। তাই, বাইক চালানোর আগে আপনার মনোভাব ঠিক রাখতে হবে।
বাইক নিয়ন্ত্রণে সমস্যা
অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনা ঘটে শুধুমাত্র বাইকের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হওয়ার কারণে। যদি আপনি বাইক চালানোর সময় দ্রুত গতিতে চালান এবং হঠাৎ সামনে কিছু চলে আসে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ ব্রেক বা ক্লাচ নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হতে পারেন। তাই সবসময় ধীরস্থির হয়ে বাইক চালান এবং কখনোই প্রয়োজনের অতিরিক্ত গতিতে রাস্তায় মোটরসাইকেল চালাবেন না।
সুরক্ষা উপকরণ না পরা
আমাদের দেশের অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় যেসব বাইকার মারা যান তাদের বেশিরভাগই শুধুমাত্র হেলমেট না পরার কারণে। একমাত্র হেলমেট ব্যবহারের মাধ্যমে মাথা এবং মস্তিষ্কের আঘাত থেকে রক্ষা পেতে পারেন। হেলমেট, গ্লাভস, জ্যাকেট এসব সুরক্ষা উপকরণ পরিধান করে মোটরসাইকেল চালানো খুবই গুরুত্বপূর্ণ। তাই সুরক্ষা উপকরণ পরিধান না করলে দুর্ঘটনায় গুরুতর আঘাতের সম্মুখীন হতে পারেন।
এমবি/এনএইচ