লাখ টাকার কমে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো

দেশের বাজারে জনপ্রিয় ব্র্যান্ড রিভো-এর অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে লাখ টাকার কমেই। মডেল দুটি হলো এ১০ এবং এ১২।
নতুন এই দুই মডেল সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াতে নতুন মাত্রা দেবে বলে মনে করছে কোম্পানিটি।
বাইক দুটি খুবই দৃষ্টিনন্দন ও টেকসই। একইসঙ্গে রয়েছে অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স। রিভো এ১০ বাইকটির বাজার মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা এবং এ১২ এর বাজার মূল্য ৯৯ হাজার ৯০০ টাকা।
এই কোম্পানি জানিয়েছে, রিভো এ১০ তরুণদের জন্য আদর্শ ও আধুনিক ডিজাইনের একটি বৈদ্যুতিক বাইক। যা নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।
এছাড়াও এই মডেলে রয়েছে ৪৮ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ৫০০ ওয়াট মোটর। যেটি সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং একবার চার্জে ৬৫-৭৫ কিলোমিটার পর্যন্ত পড়ি দিতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫ কিমি।
অন্যদিকে রিভো এ১২ হচ্ছে এ০১ মডেলের একটি উন্নত সংস্করণ। এ মডেলে রয়েছে ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। যেটি সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি। বাইকটি একবার চার্জে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার পড়ি দিতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৭ কিমি।
এমবি/এনএইচ