দীর্ঘ সময় বাইক সাইড স্ট্যান্ডে রাখলে কী ক্ষতি হতে পারে

বর্তমান বিশ্বে স্বাধীনভাবে চলাফেরা করতে বাইক খুবই জনপ্রিয় একটি যান। এটি দ্রুত, সাশ্রয়ী এবং সুবিধাজনক যানের মাধ্যম হওয়ায়, যা মানুষকে শহরের যানজট এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।
বাইক ছোট বড় সব ধরনের রাস্তা এবং গন্তব্যে ব্যবহার করা যায়, বিশেষ করে গ্রামীণ বা দুর্গম এলাকায়। তবে মজার ব্যাপার হচ্ছে অনেকেই বাইক চালান, কিন্তু সাইড স্ট্যান্ড ব্যবহারে ঠিক কতটা ক্ষতি হতে পারে, সেটা জানেন না।
চলুন জেনে নেয়া যাক সাইড স্ট্যান্ড ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে-
অল্প সময়ে তড়িঘড়ি কোথাও যাওয়া আসার জন্য সহজ এবং সহজলভ্য অন্যতম জনপ্রিয় যান হলো বাইক। তবে এই তড়িঘড়ি কোথাও যাওয়া আসার ক্ষেত্রে অনেকেই যেখানে সেখানে গাড়ি রাখার সময় সাইড স্ট্যান্ড দিয়ে রাখেন।
এভাবে প্রতিনিয়ত তাড়াহুড়ো করে সাইড স্ট্যান্ডে দিয়ে রাখার ফলে আপনার বাইকের মারাত্মক ক্ষতি হতে পারে! অল্প সময়ের জন্য কোথাও বাইক রাখার ক্ষেত্রে সাইড স্ট্যান্ড দেওয়া সমস্যা হওয়ার কথা নয়। তবে দীর্ঘ মেয়াদে সাইড স্ট্যান্ড করা অবশ্যই বাইকের জন্য ক্ষতিকর।
বাইকের সঙ্গে সম্পূর্ণভাবে সরাসরি যুক্ত থাকে বাইকের সাইড স্ট্যান্ড। সেজন্য দীর্ঘক্ষণ সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে চেসিসের জয়েন্টে চাপ তৈরি করে। ফলে সেটি দুর্বল হয়ে যেতে পারে। যা বাইকের ভারসাম্য নষ্ট করে দেয় ও বাইকের বড় ধরণের ক্ষতির সম্ভাবনা থাকে।
দীর্ঘদিন সাইড স্ট্যান্ডে রাখলে বাইকের টায়ারগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে। কারণ টায়ার দুটোই বাইকের পুরো ওজন বহন করে। বাইকটিকে সেন্টার (ডাবল) স্ট্যান্ডে রাখলে অন্তত একটি টায়ার সম্পূর্ণ বাতাসের ওপর থাকে। সাইড স্ট্যান্ডে মোটরসাইকেলের ওজনের কারণে টায়ারে ফ্ল্যাট দাগ তৈরি হতে পারে।
প্রতিনিয়ত বাইক সাইড স্ট্যান্ডে রাখলে ইনজেক্টরের উপর জ্বালানির চাপ তৈরির ফলে জ্বালানির লেভেল সরে যেতে পারে। মূলত যেসব বাইকে ইঞ্জিন ইমোবিলাইজার নেই সেইসব বাইকে এই সমস্যা বেশি দেখা দিতে পারে।
বাইক স্ট্যান্ড করে রাখলে সেই জায়গাটা অতিরিক্ত জায়গা ধারণ করে রাখে। তবে সাইড স্ট্যান্ডের পরিবর্তে সেন্ট্রাল (ডাবল) স্ট্যান্ড করলে অপেক্ষাকৃত কম জায়গা দখল করে। বাইকটি নিরাপদ ও সুরক্ষিত থাকে।
এমবি/এনএইচ